Viral Video

বিশাল সাপ নিয়ে লাফদড়ি খেলছে খুদের দল, উৎসাহ দিচ্ছেন মহিলা! ভাইরাল হাড় হিম করা ভিডিয়ো

ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি মাঠের মধ্যে মরা সাপ হাতে নিয়ে খেলায় মেতেছে এক দল বালক। দু’জন বালক দু’পাশ থেকে সাপটির মাথা এবং লেজ ধরে রেখেছে টান টান করে। আর তৃতীয় জন মরা সাপের উপর দিয়ে লাফদড়ি খেলছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৩:৫৬
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

সাপ নিয়ে লাফদড়ি খেলছে এক দল খুদে। মৃত সাপের মাথা এবং লেজ দু’পাশে ধরে খেলায় মেতে উঠেছে তারা। এমনই এক চাঞ্চল্যকর ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার উওরাবিন্ডায়। তবে সেই ঘটনা কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি মাঠের মধ্যে মরা সাপ হাতে নিয়ে খেলায় মেতেছে বালকের দল। দু’জন বালক দু’পাশ থেকে সাপটির মাথা এবং লেজ ধরে রেখেছে টানটান করে। আর তৃতীয় জন মরা সাপের উপর দিয়ে লাফদড়ি খেলছে। বাকিরা তাদের চারপাশে হইহুল্লোড় করছে। যে বালক সাপের উপর দিয়ে লাফাচ্ছিল, সে কিছু ক্ষণ পরে হোঁচট খায়। খেলা থামিয়ে সাপটিকে মাটিতে নামিয়ে দেয় তারা। এক মহিলা পুরো বিষয়টি ক্যামেরাবন্দি করেন। ভিডিয়োয় তাঁকে হাসতেও শোনা যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। দড়ির বদলে সাপ নিয়ে খেলার ভিডিয়ো দেখে সমাজমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

‘ক্লাউন ডাউন আন্ডার’ নামের এক্স হ্যান্ডল থেকে ওই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ভিডিয়ো দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। তাঁদের দাবি, সাপটিকে নিয়ে এ ভাবে খেলা দণ্ডনীয় অপরাধ। যিনি ঘটনাটি ক্যামেরাবন্দি করছিলেন, তাঁর শাস্তির দাবিতেও সরব হয়েছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক লিখেছেন, ‘‘হোক না শিশু, কিন্তু তা বলে এত নৃশংস আচরণ করবে। যিনি ভিডিয়ো করছিলেন, তিনি কেন আটকালেন না ওই শিশুদের? শাস্তি হোক।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘আমি নিশ্চিত যে শিশুরাই ওই সাপটিকে মেরেছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement