ছবি: এক্স থেকে নেওয়া।
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চাকার তলায় চলে যাচ্ছিলেন এক মহিলা। দৌড়ে গিয়ে মৃত্যুর মুখ থেকে তাঁকে রক্ষা করলেন আরপিএফ জওয়ান। টেনে আনলেন প্ল্যাটফর্মে। এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুম্বইয়ের বোরিভলি স্টেশনে ওই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। ভারতীয় রেলের তরফেই সেই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি চলন্ত এক্সপ্রেস ট্রেন বোরিভলি স্টেশনে গতি কমাতেই এক মহিলা নামার চেষ্টা করেন। তাঁকে সাহায্য করছিলেন অন্য এক মহিলা। কিন্তু ব্যাগ হাতে নামার সময় নিয়ন্ত্রণ হারান মহিলা। পাদানি থেকে পড়ে যান। ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝের ফাঁকা জায়গা দিয়ে একেবারে ট্রেনের তলায় চলে যাচ্ছিলেন তিনি। সামনেই ছিলেন এক আরপিএফ জওয়ান। মহিলাকে পড়ে যেতে দেখে ছুটে যান তিনি। এক ঝটকায় মহিলাকে তুলে আনেন প্ল্যাটফর্মে। যদিও তাঁর ব্যাগ চাকার তলায় চলে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি শনিবার সকালে পোস্ট করা হয়েছে রেল মন্ত্রকের এক্স হ্যান্ডল থেকে। সেই পোস্টে লেখা, ‘‘মহারাষ্ট্রের বোরিভলি স্টেশনে এক জন মহিলা চলন্ত ট্রেন থেকে নামার সময় ভারসাম্য হারিয়ে পড়ে যান। সেখানে উপস্থিত রেলপুলিশের কর্মী তাঁর প্রাণ বাঁচান। দয়া করে চলন্ত ট্রেনে ওঠা বা নামার চেষ্টা করবেন না।’’ এক্স হ্যান্ডলের সেই পোস্ট ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক-কমেন্টের ঝড় বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে আরপিএফ জওয়ানের সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকদের একাংশ। ওই মহিলার ওই ভাবে চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টার সমালোচনাও করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়ো দেখার পর লিখেছেন, ‘‘সাহসী জওয়ানকে পুরস্কার দেওয়া উচিত। একই সঙ্গে ওই যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘সত্যিকারের বীর। কী ভাবে এক জনের প্রাণ বাঁচালেন ওই জওয়ান! এই সব মানুষের জন্যই আমরা নিরাপদ অনুভব করি।’’