ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছেন তিন তরুণী। ক্যাবচালকের সঙ্গে অনবরত কথা কাটাকাটি চলছে তাঁদের। তরুণীদের দাবি, তাঁদের সঙ্গে খারাপ ভাবে কথা বলেছেন সেই চালক। অথচ চালক সেই দাবি অস্বীকার করেন। বরং তরুণীদের বিরুদ্ধে তাঁর অভিযোগ, ভাড়া না মিটিয়ে গাড়ি থেকে মাঝরাস্তায় নেমে পড়েছেন তাঁরা। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, তিন তরুণীর কাছ থেকে গাড়ির ভাড়া চাইছেন এক ক্যাবচালক। কিন্তু তাঁর ভাড়া মিটিয়ে দিচ্ছেন না তরুণীরা। বরং চালককে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যেতে বলছেন তাঁরা।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি দিল্লিতে ঘটেছে। চালকের দাবি, পটপরগঞ্জ থেকে মারুতি বিহার যাবেন বলে অনলাইনে ক্যাব বুক করেছিলেন তিন তরুণী। কিন্তু গন্তব্যে পৌঁছোনোর আগেই ক্যাবচালকের সঙ্গে ঝামেলা করে মাঝরাস্তায় নেমে পড়েন তাঁরা।
গাড়ির ভাড়া মিটিয়ে দেওয়ার অনুরোধ করলে আপত্তি জানান তিন তরুণী। বুকিং বাতিল করে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যেতে বলেন ক্যাবচালককে। তরুণীদের দাবি, গাড়ির চালক তাঁদের সঙ্গে খারাপ আচরণ করেছেন। এমনকি তাঁদের সঙ্গে ‘তুইতোকারি’ করেছেন চালক। সেখান থেকেই দু’পক্ষের ঝামেলা শুরু হয়। অন্য দিকে, তরুণীদের দাবি অস্বীকার করেন ক্যাবচালক।
তিনি বার বার বলতে থাকেন, ‘‘আমি কখন আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করলাম? আপনারাই তো প্রথম থেকে চিৎকার করে যাচ্ছেন। আপনারা এত দূর এলেন, অন্তত সেই ভাড়াটা মিটিয়ে দিন। না হলে গাড়িতে উঠুন। আমি গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছি আপনাদের।’’ কিন্তু চালকের অনুরোধ শুনতে নারাজ তরুণীরা। মাঝরাস্তায় নেমে তাঁরা আবার অনলাইনে গাড়ি খোঁজাখুঁজি শুরু করলেন।