Viral Video

‘পাঁচ গ্লাসের কামাল’! মাঝরাস্তায় এক হাতে পুশ-আপ মত্ত প্রৌঢ়ের, হাসির রোল নেটপাড়ায়

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতের বেলা পুণের একটি রাস্তার মাঝেখানে পুশ-আপ করছেন এক প্রৌঢ়। তবে দু’হাতে নয়, এক হাতেই পুশ-আপ করে কেরামতি দেখাচ্ছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ০৯:১৪
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মত্ত হয়ে রাস্তার মাঝে এক হাতে পুশ-আপ! প্রৌঢ়ের কীর্তিতে স্তম্ভিত নেটপাড়া। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণে শহরে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতের বেলা পুণের একটি রাস্তার মাঝেখানে পুশ-আপ করছেন এক প্রৌঢ়। তবে দু’হাতে নয়, এক হাতেই পুশ-আপ করে কেরামতি দেখালেন তিনি। প্রৌঢ়ের পরনে ফুলহাতা জামা এবং প্যান্ট। তাঁকে দেখে পথচলতি অনেকেই থেমে যান। অবাক হয়ে দেখতে থাকেন। রাত বেশি হওয়ায় রাস্তায় গাড়ির সংখ্যা কম ছিল। ফাঁকা রাস্তায় চলতে থাকে প্রৌঢ়ের শরীরচর্চা।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে একটি রেডিট অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়োটি দেখেছেন। হাসির রোল উঠেছে সমাজমাধ্যমে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্য যেমন করেছেন, তেমনই উদ্বেগও প্রকাশ করেছেন কেউ কেউ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘পাঁচ গ্লাসের কামাল। কী করছে, কেন করছে নিজেও জানে না।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘কাকু পুশআপ করছেন, না রাস্তা নীচের দিকে ঠেলছেন? ক্যামেরায় ঠিক করে বোঝা যাচ্ছে না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement