ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
রাতের অন্ধকারে জঙ্গলের এক জলাশয়ের ধারে দাঁড়িয়েছিল একটি ইম্পালা। তৃষ্ণা মেটাতে জলাশয়ের সামনে গিয়ে দাঁড়াল বিশাল এক দাঁতাল। তাকে দেখে জলপান থামিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল ইম্পালাটি। ইম্পালার পাশে গিয়ে সুযোগ বুঝে এক লাথি মেরে তাকে ধাক্কা দিয়ে দিল হাতিটি। ধাক্কা খাওয়ার পর সঙ্গে সঙ্গে সেখান থেকে লেজ গুটিয়ে পালাল ইম্পালা। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘রাইনোআফ্রিকা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জলাশয়ের ধারে বহু ক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটি ইম্পালাকে লাথি মারল এক বিশাল দাঁতাল। হাতির লাথি খেয়ে সেখান থেকে পালিয়ে গেল ইম্পালাটি। এই ঘটনাটি আফ্রিকার একটি জঙ্গলে ঘটেছে। জলাশয়ের ধারে লাগানো ক্যামেরায় ইম্পালাকে লাথি মারার দৃশ্য ধরা পড়েছে। রাতের অন্ধকারে জঙ্গলের ভিতর জলাশয়ে তৃষ্ণা মেটাতে গিয়েছিল একটি ইম্পালা।
তার পর সেখানে জলপান করতে যায় একটি হাতি। তাকে দেখে স্থির হয়ে যায় ইম্পালাটি। শুঁড় দুলিয়ে দুলিয়ে ইম্পালার পাশে গিয়ে দাঁড়াল সেই দাঁতাল। সামনের পা তুলে ইম্পালার পেটে লাথি মারল সে। মার খেয়ে আর সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকল না ইম্পালাটি। লেজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে গেল সে। এক জন নেটাগরিক ভিডিয়োটি দেখে মজা করে লিখেছেন, ‘‘লাথি মেরে প্রতিযোগীকে সরিয়ে ফেলল হাতি। এ বার একাই আরাম করে জলাশয় থেকে জলপান করতে পারবে সে।’’