ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
হস্তীশাবককে নিয়ে জঙ্গলে টহল দিতে বেরিয়েছিল মা হাতি। তার মাঝেই সন্তানকে হাতেখড়ি দেওয়ার সিদ্ধান্ত নিল সে। মাটি থেকে ঘাস ছিঁড়ে খেতে শুরু করল মা হাতি। কিন্তু ঘাস খাওয়ার আগে তা আবার ঝেড়ে সাফও করল সে। ঘাসে যে ধুলো লেগে রয়েছে তা পরিষ্কার করে তবেই খেল মা হাতি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। তবে ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি।
পরবীন কাসওয়ান নামের এক বন আধিকারিক তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক হস্তীশাবককে নিয়ে জঙ্গলে ঘোরাঘুরি করছে তার মা। প্রথমে মাটি থেকে ঘাস ছিঁড়ল সে। এর পর ঘাসে লেগে থাকা ধুলো ঝাড়বে বলে ঘাসগুলি শুঁড়ে পেঁচিয়ে ফেলল মা হাতি।
তার পর শুঁড়ে প্যাঁচানো ঘাসগুলি পায়ের উপর রেখে ঝাড়তে শুরু করল। খাবার পরিষ্কার করার পর তা খেল মা হাতি। মাকে দেখে তা অনুকরণ করতে শুরু করল হস্তীশাবকটিও। ছোট শুঁড়ে ঘাস পেঁচিয়ে কোনও মতে পা দিয়ে ঝেড়ে তা পরিষ্কার করল সে। ভিডিয়োটি পোস্ট করে আইএফএস আধিকারিক লেখেন, ‘‘কী ভাবে খাওয়াদাওয়া করতে হয় সন্তানকে তার প্রশিক্ষণ দিচ্ছে মা হাতি।’’