Viral Video

রাস্তায় ‘কিলবিল সোসাইটি’! মুষলধারে বৃষ্টিতে পুকুরের জল উপচে রাস্তায় সাঁতার কাটছে মাছ, রাজস্থানের ভিডিয়ো ভাইরাল

রাস্তার অনতিদূরেই রয়েছে লাম্পোলাই পুকুর। একনাগাড়ে বৃষ্টির ফলে পুকুর থেকে জল উপচে পড়েছে রাস্তায়। তার ফলে পুকুরের মাছও উঠে এসেছে রাস্তায়। রাস্তায় জমে থাকা জলে মনের আনন্দে সাঁতার কাটছে মাছগুলি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুলাই ২০২৫ ১৭:৪৫
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বৃষ্টি থামার আর নামগন্ধ নেই। অনর্গল বৃষ্টি হওয়ায় পুকুরের জলও উপচে পড়ে রাস্তায় চলে এসেছে। জলের সঙ্গে উঠে এসেছে একগাদা মাছও। রাস্তার জমা জলে কিলবিল করে সাঁতার কেটে চলেছে মাছগুলি। তাদের কাছে সেই রাস্তাই যেন আস্ত এক খানা পুকুর হয়ে উঠেছে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘বিনোদ ভোজক’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, রাস্তার একপাশে জল জমে রয়েছে। অন্য দিক দিয়ে গাড়িঘোড়া যাতায়াত করছে। এক ব্যক্তি সেই জমে থাকা জলে নেমে মাছ ধরার চেষ্টা করছেন। কিন্তু তাঁর হাত থেকে বার বার মাছ ফস্কে যাচ্ছে।

রাস্তায় আবার মাছ ধরা! স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি রাজস্থানের নাগৌর জেলার রিয়াবারি গ্রামে ঘটেছে। শনিবার থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে সেখানে। রাস্তার অনতিদূরেই রয়েছে লাম্পোলাই পুকুর। একনাগাড়ে বৃষ্টির ফলে পুকুর থেকে জল উপচে পড়েছে রাস্তায়। তার ফলে পুকুরের মাছও উঠে এসেছে রাস্তায়।

Advertisement

রাস্তায় জমে থাকা জলে মনের আনন্দে সাঁতার কাটছে মাছগুলি। স্থানীয়দের দাবি, বহু বছর পর এমন বৃষ্টিপাতের সাক্ষী হলেন তাঁরা। ভারী বৃষ্টির কারণে রাজস্থানের অজমের, বুঁদী, পালী, পুষ্করের মতো অনেক শহরেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement