ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বিয়ে করতে মণ্ডপে হাজির পাত্র-পাত্রী। মালাবদলের অনুষ্ঠান শুরু হতে বর এবং কনেপক্ষের লোকজন তাঁদের ঘিরে দাঁড়িয়ে রয়েছেন। সবেমাত্র হবু স্ত্রীর গলায় মালা পরিয়েছেন তরুণ। তার পরেই ভয়ে আঁতকে উঠলেন তিনি। সকলের সামনে সম্মানহানি হওয়ায় আরও রেগে গেলেন তরুণ। রাগে নিজের বন্ধুদের বকাঝকা করতে শুরু করলেন তিনি। নতুন বরের কাণ্ড দেখে হেসে ফেলল কনেপক্ষ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘গোলু_বারওয়াল_রানি_জেমটি_ডিজে০৮’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বিয়ে উপলক্ষে মণ্ডপে মালাবদলের অনুষ্ঠানের আয়োজন চলছে। পাত্র-পাত্রীকে ঘিরে রয়েছেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা। পাত্রীর গলায় তরুণ মালা দেওয়ার সঙ্গে সঙ্গেই ভয়ে আঁতকে উঠলেন তিনি। ঘাড় নিচু করে প্রায় নীচে বসে পড়েছিলেন পাত্র।
আসলে, পাত্রীর গলায় মালা দেওয়ার সময় তরুণের বন্ধুরা আনন্দে মণ্ডপের ভিতর পার্টি পপার ফাটিয়েছিলেন। হঠাৎ সেই শব্দ শুনে চমকে যান তরুণ। ভয় পেয়ে সেখান থেকে সরে যান তিনি। বন্ধুদের কাণ্ড দেখে রেগে যান হবু বর। ভরা অনুষ্ঠানে অতিথিদের সামনে এ ভাবে ভয় পেয়ে লজ্জাও হয় তাঁর।
তাই রাগের আড়ালে লজ্জা নিবারণ করলেন তিনি। সকলের সামনে বন্ধুদের বকাবকি করতে শুরু করলেন তরুণ। বলে উঠলেন, ‘‘এ ভাবে কানের কাছে কেউ পার্টি পপার ফাটায়?’’ বন্ধুদের এ সব কাণ্ডকারখানাকে বিন্দুমাত্র প্রশ্রয় দিলেন না তিনি।
হবু বরকে ভয় পেতে দেখে কনেপক্ষ হাসতে শুরু করে। কিন্তু পাত্রী থাকেন স্থির দাঁড়িয়ে। আবার মালাবদলের জন্য প্রস্তুতি নেন যুগল। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই হাসাহাসি শুরু করেছেন নেটপাড়ার একাংশ। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বিয়ের আগেই পাত্রের সব সাহস বেরিয়ে গেল।’’