Viral Video

গুঁতো মেরে প্রৌঢ় গৃহকর্তাকে নর্দমায় ফেলল ষাঁড়, বিপদ বুঝেও দরজা বন্ধ করে দিলেন গৃহিণী, ভাইরাল ভিডিয়ো

বাড়ির সামনে লাঠি হাতে দাঁড়িয়েছিলেন প্রৌঢ়। দরজার সামনে দাঁড়িয়েছিলেন গৃহিণী। লাঠি দিয়ে মেরে ষাঁড়টিকে তাড়াতে চেয়েছিলেন ওই প্রৌঢ়। এক বার লাঠি দিয়ে ষাঁড়কে মারার পর নিজেই বিপদে পড়ে যান তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ ০৯:৩৭
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বাড়ির সামনে দাঁড়িয়ে গৃহিণীর সঙ্গে কথা বলছিলেন প্রৌঢ় গৃহকর্তা। তাঁর এক হাতে লাঠি। বাড়ির সামনে একটি ষাঁড় দাঁড়িয়ে রয়েছে। সেই ষাঁড়টিকে লাঠিপেটা করে সরাতে চাইছিলেন প্রৌঢ়। লাঠি দিয়ে এক বার মারতেই প্রৌঢ়ের দিকে তেড়ে গেল ষাঁড়টি। তার পর শিং দিয়ে ক্রমাগত গুঁতো মারতে মারতে তাঁকে নর্দমায় ফেলে দিল খেপা ষাঁড়টি। বিপদ বুঝে প্রৌঢ়কে না বাঁচিয়ে দরজা বন্ধ করে দিলেন গৃহিণী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘হরিশ শর্মা’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি ষাঁড় বার বার শিং দিয়ে গুঁতো মেরে যাচ্ছে এক প্রৌঢ়কে। ষাঁড়ের গুঁতো খেয়ে নর্দমায় পড়ে গেলেন প্রৌঢ়। বার কয়েক গুঁতো মেরে সেখান থেকে সরে গেল ষাঁড়টি। আসলে, বাড়ির সামনে লাঠি হাতে দাঁড়িয়েছিলেন প্রৌঢ়। দরজার সামনে দাঁড়িয়েছিলেন গৃহিণী।

লাঠি দিয়ে মেরে ষাঁড়টিকে তাড়াতে চেয়েছিলেন ওই প্রৌঢ়। এক বার লাঠি দিয়ে ষাঁড়কে মারার পর নিজেই বিপদে পড়ে যান তিনি। গুঁতো মেরে প্রৌঢ়কে নর্দমায় ধাক্কা দিয়ে ফেলে দেয় ষাঁড়টি। তার পরেও গুঁতো মেরে যায় সে। বিপদ দেখেও বাড়ির দরজা বন্ধ করে দেন গৃহিণী। পাড়ার কয়েক জন শিশু দৌড়ে আসলেও দূরে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখে। ষাঁড়টি সেখান থেকে সরে গেলে বাড়ির দরজা খোলেন গৃহিণী। নর্দমা থেকেও উঠে বসেন প্রৌঢ়।

Advertisement

গত মঙ্গলবার এই ঘটনাটি উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের উত্তর রামপুরী এলাকায় ঘটেছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, বহু দিন ধরে ষাঁড়টি সেই এলাকায় ঘুরঘুর করছিল। গুঁতো মেরে সেই পাড়ার এক বাসিন্দাকে আহত করেছিল ষাঁড়টি। তার পর ষাঁড়ের আক্রমণের মুখে পড়লেন ওই প্রৌঢ়। গুঁতো খাওয়ার পর বুকে এবং পিঠে আঘাত পেয়েছেন তিনি। এলাকার বাসিন্দারা পশুপালন দফতরে খবর পাঠালে সেই ষাঁড়টিকে উদ্ধার করে গোশালায় নিয়ে যাওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement