Viral Video

১২০ গ্রাম সোনা, ১৮ লক্ষ নগদ দিয়ে মুক্তি! দুধে স্নান করে, কেক কেটে বিবাহবিচ্ছেদ উদ্‌যাপন তরুণের, ভাইরাল ভিডিয়ো

এক তরুণ খালি গায়ে হাঁটু মুড়ে বসে রয়েছেন। তাঁর মাথায় দুধ ঢেলে স্নান করিয়ে দিচ্ছেন তরুণের মা। তার পর স্নান সেরে আলমারি থেকে নতুন জামাকাপড় বার করলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ ১২:৫২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বিয়ে করলেও দাম্পত্যজীবন সুখের ছিল না। মানসিক শান্তির সঙ্গে আপস করতে চাইছিলেন না তরুণ। তাই দু’পক্ষের সম্মতিতে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন তিনি। খোরপোশ দিতে অবশ্য মোটা টাকা খরচ হয়েছে তাঁর। কিন্তু তা নিয়ে কোনও আফসোস নেই তরুণের। বরং স্বাধীন জীবনের স্বাদ পাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। দুধ দিয়ে স্নান করে, কেক কেটে, নতুন জামাকাপড় পরে বিবাহবিচ্ছেদ উদ্‌যাপন করলেন তরুণ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘আইঅ্যামডিকেবিরাদর’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ খালি গায়ে হাঁটু মুড়ে বসে রয়েছেন। তাঁর মাথায় দুধ ঢেলে স্নান করিয়ে দিচ্ছেন তরুণের মা। তার পর স্নান সেরে আলমারি থেকে নতুন জামাকাপড় বার করলেন তিনি। নতুন জামা-জুতো পরে সেজেগুজে টেবিলের সামনে বসলেন তরুণ।

টেবিলের উপর একটি চকোলেট কেক রাখা। তার উপরে লেখা রয়েছে, ‘‘শুভ বিবাহবিচ্ছেদ। ১২০ গ্রাম সোনা, ১৮ লক্ষ টাকা নগদ।’’ তরুণ হাসিমুখে সেই কেকটি কেটে ফেললেন। ভিডিয়োটি পোস্ট করে তরুণ জানালেন যে, কয়েক দিন আগে তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছে।

Advertisement

প্রাক্তন স্ত্রীকে ১২০ গ্রাম সোনা এব‌ং ১৮ লক্ষ টাকা নগদ খোরপোশ দিয়েছেন তিনি। বিবাহবিচ্ছেদের পর স্বাধীন হয়ে গিয়েছেন তরুণ। তাই নতুন জীবন শুরু করার আগে কেক কেটে উদ্‌যাপন করলেন তিনি। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘মানসিক শান্তির চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়। আপনি ভাল থাকুন। মুক্তির স্বাদ নিন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement