ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
নাগালের মধ্যে শিকার ঘোরাফেরা করছে কোমোডো ড্রাগনের। তা দেখে আর লোভ সামলাতে পারেনি হিংস্র সরীসৃপ। শিকারের ঘাড়ে এক কামড় বসিয়ে ফেলল সে। মস্ত বড় সাপটির ঘাড়ে কোমোডো ড্রাগন কামড় বসাতেই তাকে লেজের প্যাঁচে জড়িয়ে ফেলল সে। দুই হিংস্র সরীসৃপের মধ্যে চলল ধুন্ধুমার ‘যুদ্ধ’। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োয় সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘নেচারজিয়োগ্রাফিকম’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি কোমোডো ড্রাগনকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে একটি মস্ত বড় সাপ। আসলে, ওই সাপটিকে শিকার করেছিল কোমোডো ড্রাগনটি। সাপের ঘাড়ে কামড় দিয়ে তাকে মারার চেষ্টা করেছিল সে। কিন্তু শিকারিকেই শিকার করার চেষ্টায় ব্যস্ত হয়ে উঠল সাপটি।
কোমোডো ড্রাগনের পুরো শরীর লেজ দিয়ে পেঁচিয়ে ফেলল সে। কোমোডো ড্রাগনটিও তার থাবা দিয়ে সাপের প্যাঁচ ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছিল। ‘মল্লযুদ্ধ’ চলাকালীন দুই সরীসৃপই মাটিতে গড়াতে শুরু করল। কিন্তু শেষ পর্যন্ত এই ‘যুদ্ধে’ কে বিজয়ী হল তা ভিডিয়ো থেকে জানা যায়নি। তার আগেই ভিডিয়োটি শেষ হয়ে যায়। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘দুই সরীসৃপের মধ্যে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।’’