ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
সন্ধ্যাবেলায় জঙ্গলের মধ্যে পা ছড়িয়ে বসেছিল দুই সিংহ। বৃষ্টির কোনও লক্ষণ নেই। হঠাৎ আকাশ জুড়ে বিদ্যুতের ঝলকানি। তা দেখে ভয়ে লাফিয়ে উঠল দু’টি সিংহ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘নেচার.ফেস্ট’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, অন্ধকার জঙ্গলে পা ছড়িয়ে বসে আছে জোড়া সিংহ। পিছন থেকে তাদের দিকে আলো ফেলছেন এক ব্যক্তি। হঠাৎ সেই মুহূর্তে বিদ্যুৎ চমকে উঠল। বিদ্যুতের ঝলকানিতে চারপাশ আলোয় ভরে উঠল। তা দেখে ভয়ে লাফিয়ে উঠল দুই সিংহ। ভয় পেয়ে আকাশের দিকে তাকাতে থাকল তারা।
কিন্তু আদতে কী হচ্ছে তা বুঝে উঠতে পারল না। তার পরেও বার কয়েক বিদ্যুৎ চমকাল। কিন্তু কোনও ভাবেই প্রকৃতির খেলা বুঝতে পারল না সিংহ দু’টি। অবাক হয়ে মাঝজঙ্গলে দাঁড়িয়ে থাকল দুই ‘বনের রাজা’। এই ঘটনাটি আফ্রিকার ক্রুগার জাতীয় উদ্যানে ঘটেছে। ভিডিয়োটি দেখে হাসির ফোয়ারা ছুটেছে নেটপাড়ায়। এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘সিংহের সব বীরত্ব এক নিমেষে হাওয়া হয়ে গেল! এই নাকি সে ‘বনের রাজা’!’’