Viral Video

একটি বাইকে বসে সাত জন, বালাই নেই হেলমেটেরও! মুম্বইয়ের ব্যস্ত রাস্তার ভিডিয়ো ভাইরাল হতেই ক্ষুব্ধ নেটপাড়া

এক বাইকে সাত জন বসে রয়েছেন। এক আরোহী রাস্তার অন্য পারে থাকা কাউকে দেখে হাত নাড়াচ্ছেন। কেউ হেলমেট পরেননি। ব্যস্ত রাস্তায় ছ’জন আরোহীকে নিয়ে দিব্যি বাইক চালিয়ে চলে গেলেন তরুণ চালক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ০৯:৫৪
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ব্যস্ত রাস্তায় চারদিক থেকে গাড়িঘোড়া ছুটে চলেছে। সেই রাস্তা পার করে এক তরুণ বাইক চালিয়ে চলে গেলেন। তাঁর পিছনে বসেছিলেন ছ’জন আরোহী। চালক-সহ কারও মাথায় হেলমেট নেই। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘মুম্বই_টিভি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক বাইকে সাত জন বসে রয়েছেন। এক আরোহী রাস্তার অন্য পারে থাকা কাউকে দেখে হাত নাড়াচ্ছেন। কারও মাথায় হেলমেট নেই। ব্যস্ত রাস্তায় ছ’জন আরোহীকে নিয়ে দিব্যি বাইক চালিয়ে চলে গেলেন তরুণ চালক। সম্প্রতি এই ঘটনাটি মুম্বইয়ের সাকি নাকা এলাকায় ঘটেছে।

এক প্রত্যক্ষদর্শী এই দৃশ্যটি তাঁর ক্যামেরায় বন্দি করেছেন। সমাজমাধ্যমের পাতায় এই ভিডিয়োটি ছড়িয়ে পড়ার পর রেগে আগুন হয়ে গিয়েছেন নেটাগরিকদের একাংশ। এক জন লিখেছেন, ‘‘বড় রকমের কোনও বিপদ না হলে এরা ট্র্যাফিক নিয়ম মানবে না।’’ আবার নেটপাড়ার অধিকাংশ সন্দেহ প্রকাশ করে লিখেছেন, ‘‘বাইকে যে আরোহীদের দেখা যাচ্ছে, তারা তো ১৮-র গণ্ডিও পেরোয়নি বলে মনে হচ্ছে।’’

Advertisement

ভিডিয়োটি পোস্ট করে মুম্বইয়ের ট্র্যাফিক পুলিশের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ট্র্যাফিক নিয়ম ভাঙার অপরাধে বাইকের সাত সওয়ারির বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ করা হয়, সেই অনুরোধ করেছেন অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement