ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
ফুলে সাজানো গাড়ি নেই। নেই ঘোড়ার পিঠে চেপে বিয়ে করতে আসা ‘রাজপুত্তুর’। বরং জীবনের এই শুভ দিনে নিজের শখ পূরণ করলেন হবু বর। ডিসি কমিক্সের পাতা থেকে ব্যাটম্যান প্রিয় চরিত্র তরুণের। বইয়ের পাতা থেকে সিনেমার পর্দায় কুচকুচে কালো রঙের ‘ব্যাটমোবাইল’ রাস্তায় ছোটাতে দেখা যায় ব্যাটম্যানকে। তাই প্রিয় চরিত্রের বাহনে চেপেই বিয়ে করতে যাওয়া স্থির করলেন তরুণ। ব্যাটমোবাইলের উপর চেপে নাচ করতে করতে বিয়ের অনুষ্ঠানবাড়িতে হাজির হলেন পাত্র। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ফ্রেন্ডস্স্টুডিয়ো.ইন’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, কালো গাড়ির উপর চেপে বরের সাজে নাচ করতে করতে আসছেন এক তরুণ। তাইল্যান্ডের এক বিয়ের অনুষ্ঠানবাড়িতে এই ঘটনাটি ঘটেছে।
পাত্র ভারতীয় হলেও তাইল্যান্ডে থাকেন। তাঁর প্রিয় চরিত্র ব্যাটম্যান। ব্যাটম্যান যে গাড়িতে চেপে ঘুরে বেড়ায়, অবিকল সেই ‘ব্যাটমোবাইল’-এ চেপেই বিয়ে করতে হাজির হয়েছেন তরুণ। ব্যান্ড পার্টি সহযোগে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নাচ করছেন। আনন্দে গাড়িতে বসেই নাচ করছেন পাত্র। এই ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই নেটাগরিকদের একাংশের মন্তব্য, ‘‘বহু পুরুষের এই স্বপ্ন থাকে যে, তাঁরা ব্যাটম্যানের গাড়িতে চড়বেন। পাত্রকে নিজের শখ পূরণ করতে দেখে মন আনন্দে ভরে উঠল।’’