Bizarre

ডেটিং অ্যাপে প্রেমালাপ করতে গিয়ে মাথায় হাত! অনলাইন প্রেমিকের পরিচয় ফাঁস হতে চমকে গেলেন তরুণী

তরুণের ছবি দেখেই তাঁকে ভাল লেগে যায় ক্যাথির। দু’জনের কথা বলা শুরু হয়। প্রেমালাপ খানিক দূর এগোতেই মনে সন্দেহ জাগে ক্যাথির। এই তরুণকে তিনি যেন আগে কোথায় দেখেছেন!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৫ ১৩:১৬
Share:

(এআই সহায়তায় প্রণীত)

প্রেমের খোঁজে ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খুলেছিলেন এক তরুণী। অ্যাকাউন্ট খোলার পর এক তরুণের ছবি দেখে পছন্দ হয়ে যায় তাঁর। দু’জনের মধ্যে প্রেমালাপও চলতে থাকে। অনলাইন প্রেমিকের মিষ্টি কথার ভাঁজেই মন গলে গিয়েছিল তরুণীর। কিন্তু কয়েক দিন পর টনক নড়ে তাঁর। ডেটিং অ্যাপে পরিচয় হওয়া তরুণকে তাঁর যেন খুব পরিচিত বলে মনে হচ্ছে। কিন্তু কিছুতেই তরুণের পরিচয় মনে করতে পারছেন না তিনি। পরে কথাবার্তা চলাকালীন অনলাইন প্রেমিকের পরিচয় ফাঁস হয়ে যায়। সঙ্গে সঙ্গে মাথায় হাত পড়ে তরুণীর।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ক্যাথি (নাম পরিবর্তিত) বহু দিন ধরে সিঙ্গল রয়েছেন। তাই ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খুলেছিলেন তিনি। সেই অ্যাপের মাধ্যমে এক তরুণের সঙ্গে তাঁর আলাপ হয়। তরুণের ছবি দেখেই তাঁকে ভাল লেগে যায় ক্যাথির। দু’জনের কথা বলা শুরু হয়। প্রেমালাপ খানিক দূর এগোতেই মনে সন্দেহ জাগে ক্যাথির।

এই তরুণকে তিনি যেন আগে কোথায় দেখেছেন! কিন্তু কিছুতেই ক্যাথির স্মৃতি তাঁকে সঙ্গ দিচ্ছে না। কথায় কথায় ক্যাথি হঠাৎ তাঁর অনলাইন প্রেমিককে জিজ্ঞাসা করেন যে, তাঁর প্রিয় ক্যাফে কোথায়? তরুণের উত্তর শুনে চমকে যান ক্যাথি। তার পরেই সব স্পষ্ট মনে পড়ে তাঁর।

Advertisement

তরুণ যে ক্যাফের নাম বলেছিলেন, সেই ক্যাফেতে প্রিয় বান্ধবীর সঙ্গে অধিকাংশ সময় খেতে যান ক্যাথি। এমনকি, ক্যাথির বান্ধবী তাঁর প্রেমিককে নিয়েও সেই ক্যাফেতে মাঝেমধ্যেই খেতে যান। ক্যাথির মনে পড়ে যে, তিনি এত দিন যে তরুণের সঙ্গে প্রেমালাপ চালাচ্ছিলেন তিনি আসলে তাঁর বান্ধবীরই প্রেমিক। বান্ধবীর পরিচয় দেওয়ার পর নাকি সেই তরুণ হাসাহাসি করতে শুরু করেন। ক্যাথিকে তিনি বলেন, ‘‘ডেটিং অ্যাপে মজা করার জন্য রয়েছি। তুমি আবার এ বিষয়ে তোমার বান্ধবীকে কিছু বোলো না যেন।’’

তরুণের কথা শুনে অবাক হয়ে যান ক্যাথি। তিনি যে ক্যাথির বান্ধবীকে ঠকাচ্ছেন তা জলের মতো স্পষ্ট হলেও কী করবেন না বুঝে উঠতে পারছেন না ক্যাথি। অনলাইন প্রেমিকের পরিচয় গোপন রাখবেন না কি বান্ধবীকে সমস্ত সত্য জানাবেন তা নিয়ে দ্বিধায় ভুগছেন তরুণী। যদিও সেই তরুণের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন তিনি। ডেটিং অ্যাপের প্রেমে আর মন নেই তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement