viral video

তিন ‘চড়েই’ ঠান্ডা ফণা তোলা গোখরো! কোণঠাসা বিড়ালকে জব্দ করতে গিয়ে হেরে ভূত হল নিজেই, ভাইরাল ভিডিয়ো

একটি ঘরের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে বিড়ালটির। তার সামনে ফণা উঁচিয়ে আক্রমণ শানানোর প্রস্তুতি নিচ্ছে গোখরোটি। থাবা দিয়ে বার বার সাপটিকে বাধা দেয় মার্জার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ১৭:১৪
Share:

ছবি: সংগৃহীত।

একটি নির্মীয়মান ঘরের মধ্যে মুখোমুখি হতেই বেধে গেল খণ্ডযুদ্ধ। একটি কালো গোখরো ও এক মার্জার। গোখরোর উদ্ধত ফণা দেখেও ঘাবড়াল না বিড়ালটি। থাবা দিয়ে নাস্তানাবুদ করে ছাড়ল বিষধর সরীসৃপটিকে। সমানতালে লড়াই চালিয়ে গেল বিড়ালটি। সাপ-বিড়ালের ‘যুদ্ধের’ একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই চমকেছেন নেটাগরিকেরা। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োটি কোথায় তোলা হয়েছে সে বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে একটি ঘরের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে বিড়ালটির। তার সামনে ফণা উঁচিয়ে আক্রমণ শানানোর প্রস্তুতি নিচ্ছে গোখরোটি। থাবা দিয়ে বার বার সাপটিকে বাধা দিচ্ছে সে। সাপটি বেশ কয়েক বার তেড়ে যায় বিড়ালের দিকে। ‘যুদ্ধ’ শুরু হয় তাদের মধ্যে। থাবা দিয়ে মারার পর সাপটিও ক্ষিপ্ত হয়ে ছোবল মেরে দেয় বিড়ালটিকে। তাতেও দমানো যায়নি মার্জারটিকে। পর পর তিন বার থাবার আঘাতে ভূমিশয্যা নেয় বিষধর প্রাণীটি। বিড়ালটির গতি ও ক্ষিপ্রতা হতবাক করে দিয়েছে দর্শককে।

ভিডিয়োটি ‘অফিসিয়ালএসপটেল২ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করে লেখা হয়েছে, ‘‘তিনটি থাপ্পড় মেরে বিড়ালটি গোখরোর অহঙ্কার চূর্ণ করে দিয়েছে।’’ এই সাপ-বিড়ালের লড়াইয়ের ভাইরাল ভিডিয়োটি ১৫ নভেম্বর পোস্ট করার পর এটি লক্ষ লক্ষ বার দেখা হয়েছে। ভিডিয়োটি দেখার পর মজার মন্তব্য করতে ছাড়েননি নেটাগরিকেরা। এক নেটাগরিক লিখেছেন, ‘‘সাপ বোধহয় ভুলে গিয়েছে বিড়ালকে বাঘের মাসি বলা হয়।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘তিন চড়েই ঠান্ডা হয়ে গিয়েছে সাপবাবাজি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement