Viral Video

লণ্ঠন ‘লুণ্ঠন’ শিয়ালের! তরুণীর ধমক খেয়ে পালাল লেজ গুটিয়ে, মজার ভিডিয়ো ভাইরাল

দূরে গিয়ে তরুণীর দিকে তাকাতে লাগল শিয়ালটি। শিয়ালের ‘চুরি’ করা লণ্ঠন নিয়ে হাসিমুখে আবার যথাস্থানে রেখে দিলেন সেই তরুণী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৫ ০৯:২১
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

জঙ্গলের ভিতর নৈশভোজের আয়োজন করা হয়েছে পর্যটকদের জন্য। চেয়ার-টেবিল পেতে চারদিকে লণ্ঠন দিয়ে সাজানোর প্রস্তুতি চলছে। সূর্য ডুবলেই সেগুলি জ্বলে উঠবে। সাজসজ্জার দায়িত্বে রয়েছেন এক তরুণী। হঠাৎ তাঁর নজরে পড়ল যে, একটি শিয়াল মুখে লণ্ঠন ঝুলিয়ে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে শিয়ালের পিছনে দৌড় দিলেন তরুণী। তাঁর ধমক খেয়ে জঙ্গলের ধারে লণ্ঠন ফেলে লেজ গুটিয়ে পালাল শিয়াল। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘মালামালাগেমরিজ়ার্ভ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি শিয়ালের পিছনে দৌড়চ্ছেন এক তরুণী। শিয়ালের মুখ থেকে ঝুলছে একটি লণ্ঠন। তরুণীর জিনিস নিয়েই পালাচ্ছিল সে। তা দেখে শিয়ালকে তাড়া করলেন তরুণী। ভয় পেয়ে লণ্ঠন ফেলে রেখে পালিয়ে গেল সে। দূরে গিয়ে তরুণীর দিকে তাকাতে লাগল শিয়ালটি।

শিয়ালের ‘চুরি’ করা লণ্ঠন নিয়ে হাসিমুখে আবার যথাস্থানে রেখে দিলেন সেই তরুণী। সাউথ আফ্রিকার মালামালা গেম রিজ়ার্ভে ঘটনাটি ঘটেছে। জঙ্গলের ভিতর পর্যটকদের জন্য নৈশভোজের আয়োজন করছিলেন তরুণী। চেয়ার-টেবিল পেতে দেওয়ার পর চারদিকে লণ্ঠন দিয়ে সাজাচ্ছিলেন তিনি। তরুণীর অন্যমনস্কতার সুযোগ নিয়ে সেখান থেকে লণ্ঠন নিয়ে পালিয়ে যায় একটি শিয়াল। তাকে তাড়া করে আবার নিজের জিনিস যথাস্থানে ফিরিয়ে নিয়ে যান তরুণী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement