Viral Video

চপস্টিক দিয়ে লুচি-আলুর দম খাচ্ছেন তরুণ! ভিডিয়ো ভাইরাল হতে হাসাহাসি শুরু নেটপাড়ায়

চপস্টিক দিয়ে সামান্য আলুর দম তুলে লুচির মধ্যে ভরে তা খেয়ে ফেললেন তরুণ। তাঁর এই কাণ্ডকারখানা উল্টো দিকের টেবিলে বসে ভিডিয়ো করছিলেন তরুণের এক বন্ধু।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৩
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

হাত দিয়ে লুচি ছিঁড়ে তার মধ্যে আলুর দম ভরে খাওয়ার মজাই আলাদা। কিন্তু তরুণ এ কী কাণ্ড ঘটিয়ে বসলেন! হাত দিয়ে নয়, লুচি-আলুর দম তিনি খাচ্ছেন একেবারে বিদেশি কায়দায়। চপস্টিক এবং চামচ ব্যবহার করে লুচি এবং আলুর দম খেতে দেখা গিয়েছে তরুণকে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘আকারশিক’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ চপস্টিক দিয়ে পাত্র থেকে একটি লুচি তুললেন। তার পর পাতে রেখে চামচ আর চপস্টিকের সাহায্যে লুচিটি ছিঁড়ে ফেললেন। চপস্টিক দিয়ে সামান্য আলুর দম তুলে লুচির মধ্যে ভরে তা খেয়ে ফেললেন তরুণ।

তাঁর এই কাণ্ডকারখানা উল্টো দিকের টেবিলে বসে ভিডিয়ো করছিলেন তরুণের এক বন্ধু। ভিডিয়ো থেকে জানা গিয়েছে, যে তরুণ এমন অদ্ভুত কায়দায় লুচি এবং আলুর দম খাচ্ছেন, তিনি আসলে কোরিয়ার বাসিন্দা। বিদেশি কায়দায় এই ধরনের খাবার খাচ্ছেন দেখে নেটপাড়ার অনেকেই হাসাহাসি করছেন। কেউ কেউ আবার সেই তরুণের প্রশংসাও করেছেন। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘লুচি আর আলুর দম যে বিদেশি কায়দায় খাওয়া যেতে পারে, তা কখনও চিন্তাই করিনি। তবে এ কাজ কিন্তু খুব কষ্টকর।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement