Viral Video

শিকারের উদ্দেশ্যে চুপিচুপি গৃহস্থের বাড়িতে ঢোকার চেষ্টা! পোষ্য পাহারাদারের চিৎকারে লেজ গুটিয়ে পালাল চিতাবাঘ

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, অতি সন্তর্পণে একটি বাড়িতে প্রবেশের চেষ্টা করছে একটি চিতাবাঘ। চুপিচুপি এ দিক-ও দিক তাকিয়ে বাড়ির সিঁড়ির দিকে এগোতে দেখা যায় তাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১৬:৩০
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

চুপিসারে গৃহস্থের বাড়িতে প্রবেশের চেষ্টা করছিল ভয়ঙ্কর চিতাবাঘ। উদ্দেশ্য ছিল শিকার করা। কিন্তু সে জানত না, সদর দরজাতেই দাঁড়িয়ে রয়েছে সতর্ক পাহারাদার। পাহারাদারের চিৎকারে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হল চিতাবাঘটি। সেই ঘটনার একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি (যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, অতি সন্তর্পণে একটি বাড়িতে ঢোকার চেষ্টা করছে একটি চিতাবাঘ। চুপিচুপি এ দিক-ও দিক তাকিয়ে বাড়ির সিঁড়ির দিকে এগোতে দেখা যায় তাকে। কিন্তু তখনই তার পথ আটকায় বাড়ির সামনে থাকা পোষ্য কুকুর। ‘অনুপ্রবেশকারী’কে দেখে চিৎকার করে লাফিয়ে বেরিয়ে আসে সে। কুকুরের চিৎকারে চমকে যায় ভয়ঙ্কর শ্বাপদ। ভয় পেয়ে পিছনে ঘুরে দৌড়তে শুরু করে সে। কুকুরটি বীরদর্পে বাড়ির সামনে দাঁড়িয়ে চিৎকার করতে থাকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘রণথম্বোরসাম’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। ৩৫ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। মজার মজার মন্তব্যও করতে দেখা গিয়েছে অনেককে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘আকার নয়, সাহসই গুরুত্বপূর্ণ। আর কুকুরটি সেটাই প্রমাণ করল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement