Viral Video

মেট্রোর রেলিং থেকে ঝুলতে ঝুলতে হঠাৎ লাফ মধ্যবয়সির! ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আহত ওই মধ্যবয়সির নাম বিক্রম শর্মা। দিল্লির কাটোয়ারিয়া সরাইয়ের বাসিন্দা তিনি। জানা গিয়েছে, হরিয়ানার গুরুগ্রামের একটি বেসরকারি সংস্থায় কর্মরত তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১৩:২৮
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

মেট্রো স্টেশনের উপরে উঠে রেলিং থেকে ঝুলছিলেন। নেমে আসার অনুরোধ করা সত্ত্বেও নীচে ঝাঁপ দিলেন ৪৫ বছর বয়সি এক ব্যক্তি! চাঞ্চল্যকর ঘটনাটি সোমবার ঘটেছে দিল্লির ময়ূরবিহার স্টেশনে। ৪৫ বছর বয়সি ওই ব্যক্তি সোমবার সকালে ময়ূরবিহার মেট্রো স্টেশনের রেলিং থেকে ঝুলছিলেন। সিআইএসএফ এবং দিল্লির দমকল বিভাগ তাঁকে উদ্ধার করতে গেলে নীচে লাফ দিয়ে দেন তিনি। এর পরে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। ভাইরাল হয়েছে ভিডিয়োটি (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আহত ওই যুবকের নাম বিক্রম শর্মা। দিল্লির কাটোয়ারিয়া সরাইয়ের বাসিন্দা তিনি। জানা গিয়েছে, হরিয়ানার গুরুগ্রামের একটি বেসরকারি সংস্থায় কর্মরত তিনি। তাঁর এক পুত্র এবং এক কন্যা রয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, সোমবার সকালে ময়ূরবিহার মেট্রো স্টেশনের রেলিং থেকে ওই ব্যক্তির ঝুলে থাকার খবর পান স্টেশন কন্ট্রোলার। সঙ্গে সঙ্গে পুলিশ, দমকল বিভাগ এবং সিআইএসএফকে খবর দেওয়া হয়। প্রায় আধ ঘণ্টা ধরে রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় ছিলেন ওই ব্যক্তি। এর পর সিআইএসএফ, দিল্লি মেট্রো, পুলিশ এবং দমকল বিভাগ তাঁকে উদ্ধারের জন্য একটি হাইড্রোলিক ক্রেন নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। সিআইএসএফ কর্মীরা দড়ি ব্যবহার করে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। তাঁকে নেমে আসার জন্য অনুরোধও করা হয়। সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও কিছু ক্ষণ পরে প্রায় দোতলা উঁচু মেট্রোর রেলিং থেকে রাস্তায় ঝাঁপ দেন তিনি। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। আহতের কাছ থেকে একটি মোবাইল ফোন, যোগাযোগের নম্বর লেখা একটি কাগজ, একটি মেট্রো কার্ড এবং নগদ ১৩৭০ টাকা পাওয়া গিয়েছে বলে খবর।

সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে, ‘এনসিএম ইন্ডিয়া কাউন্সিল ফর মেন অ্যাফেয়ার্স’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের ঝড় উঠেছে সমাজমাধ্যমে। কেন তিনি ওই কাণ্ড ঘটালেন, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে নেটাগরিকদের মধ্যে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement