Viral Video

সোহাগ করতে মশগুল পশুরাজ! ‘বনের রানি’কে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে শুয়ে রয়েছে সিংহ, ভাইরাল ভিডিয়ো

চার পা উপরে তুলে জঙ্গলে শুয়েছিল একটি সিংহ। সিংহের পা ধরে নিজের কাছে টানল সিংহী। জিভ দিয়ে সিংহীর গলায় আদর করতে শুরু করল সিংহটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ১৫:০৩
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাজা-রানির কাজ বাদ পড়েছে। জঙ্গলের মাঝে নির্জনতায় সিংহীর সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছে ‘বনের রাজা’। কখনও সঙ্গিনীর গলায় জিভ দিয়ে আদর করছে। কখনও আবার তাকে বুকে টেনে মাটিতে গড়াগড়ি খাচ্ছে সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘স্যানওয়াইল্ড_স্যান্চুয়ারি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক ‘সিংহ-দম্পতি’ মাঝজঙ্গলে আদরে মশগুল হয়ে রয়েছে। এই ঘটনাটি সাউথ আফ্রিকার স্যানওয়াইল্ড ওয়াইল্ডলাইফ স্যান্চুয়ারিতে ঘটেছে। সেখানকার জঙ্গলে সাফারি করতে বেরিয়ে এই দৃশ্য দেখেন পর্যটকেরা। চার পা উপরে তুলে জঙ্গলে শুয়েছিল একটি সিংহ।

সিংহের পা ধরে টেনে নিজের কাছে টানল সিংহী। জিভ দিয়ে সিংহীর গলায় আদর করতে শুরু করল সিংহটি। তার পর সেখানেই নাক দিয়ে ঘষতে থাকল সে। গলা উঁচু করে, চোখ বন্ধ করে মন ভরে আদর খেতে লাগল সিংহী। আদরে-সোহাগে মশগুল হয়ে একে অপরকে জড়িয়ে ধরে শুয়েই থাকল তারা। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই তাতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন নেটব্যবহারকারীদের অধিকাংশ। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘ভিডিয়োটি সত্যিই ভালবাসায় মোড়া। মন ভরিয়ে দেওয়ার মতো।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement