Viral Video

হায়নাশাবককে তাড়া করল সিংহ, ধরেও ফেলল! তার পর যা করল তা চমকে দেবে, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি হায়নাশাবকের পিছনে দৌড়চ্ছে সিংহ। প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে ছুটছে হায়নাশাবকটিও। তবে কিছু দূর যাওয়ার পরেই হার মানতে হয় তাকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০৬
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

জঙ্গলে রাজা এক জনই, সিংহ। পশুরাজের হাত থেকে বেঁচে ফেরে এমন সাধ্যি কার আছে! একটি সিংহের সে রকমই একটি শিকারের ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি হায়নাশাবকের পিছনে দৌড়়চ্ছে সিংহ। প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে ছুটছে হায়নাশাবকটিও। তবে কিছু দূর যাওয়ার পরেই হার মানতে হয় তাকে। হায়নাশাবকের ঘাড় লক্ষ করে ঝাঁপ দেয় পশুরাজ। নিজেও উল্টে যায়। চিৎকার করে ওঠে হায়নাশাবকটি। তবে এর পর হায়নাটিকে মেরে ফেলেনি পশুরাজ। উঠে দাঁড়িয়ে অন্য দিকে তাকিয়ে থাকে সে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটিকে নিয়ে হইচই পড়েছে সমাজমাধ্যমে।

‘ওয়াইল্ডলাইফ আনসেন্সরড’ নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। লক্ষাধিক বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। কেউ কেউ আবার হায়নাশাবকটির কথা ভেবে দুঃখও প্রকাশ করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘হত্যা না করলেও হায়নাটির মেরুদণ্ড ভেঙে দিয়েছে পশুরাজ। এর থেকে মেরেই ফেলতে পারত।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘হায়নাটির জন্য খারাপ লাগছে। কিন্তু প্রকৃতি এ রকমই। খাদ্য-খাদক সম্পর্ককে সম্মান জানাতে হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement