Viral Video

বাঁচিয়েছে সমস্ত বিপদ থেকে! ধন্যবাদ জানাতে কুকুরের পা ধরে চুমু খেল সিংহ, মন ভাল করা ভিডিয়ো ভাইরাল

সিংহটিকে দে‌খে ক্রমাগত লেজ নাড়িয়ে চলেছে কুকুরটি। সিংহটি হঠাৎ কুকুরের সামনের পা তুলে তার মুখের কাছে নিয়ে গেল। তার পর কুকুরের পায়ে চুমু খেয়ে সঙ্গে সঙ্গে বন্ধুর পা নামিয়ে ফেলল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৫ ১১:১৩
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

খাঁচার এক প্রান্তে দাঁড়িয়েছিল একটি কুকুর। তাকে দেখে সে দিকেই এগিয়ে যেতে লাগল এক বিশাল সিংহ। পশুরাজকে দেখে আনন্দে লেজ নাড়াতে শুরু করল কুকুরটি। সিংহটিও অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসল। কুকুরের পা ধরে চুমু খেয়ে ফেলল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ওয়াইল্ডলাইফ.রিপোর্ট’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, খাঁচার ভিতর একটি কুকুর এবং একটি সিংহ মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। সিংহটিকে দে‌খে ক্রমাগত লেজ নাড়িয়ে চলেছে কুকুরটি। সিংহটি হঠাৎ কুকুরের সামনের পা তুলে তার মুখের কাছে নিয়ে গেল।

তার পর কুকুরের পায়ে চুমু খেয়ে সঙ্গে সঙ্গে বন্ধুর পা নামিয়ে ফেলল। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে সিংহের শৈশবের সঙ্গী ওই কুকুর। পশুরাজকে সমস্ত ঝড়ঝাপটা থেকে নাকি সেই কুকুরটিই রক্ষা করেছে। আসলে, ওই সিংহের রক্ষণাবেক্ষণের দায়িত্বে যিনি রয়েছেন, এই কুকুরটি তাঁরই পোষ্য। সিংহটির সঙ্গে দিনের অধিকাংশ সময় কাটায় কুকুরটি। তাই প্রিয় বন্ধুকে ধন্যবাদ জানাতে তার পায়ে চুমু খেল ‘বনের রাজা’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement