Bizarre

ঝড়বৃষ্টি, ট্রাফিক মাথায় নিয়েও অফিস যেতে হবে! বসের অদ্ভুত দাবি শুনে মুখের উপর জবাব দিলেন তরুণী

অফিসে যাবেন বলে তরুণী নির্দিষ্ট সময়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু ট্রাফিকের সমস্যায় আটকে পড়েন তিনি। বহু ক্ষণ অপেক্ষা করার পর তরুণী অফিসের হোয়াট্‌সঅ্যাপ গ্রুপে জানান, তিনি অফিসে যেতে পারবেন না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৫ ১৬:৫৫
Share:

গ্রাফিক সহায়তা: এআই।

একনাগাড়ে ঝড়বৃষ্টি হয়ে চলেছে। রাস্তাঘাটে জল জমে গিয়ে একাকার অবস্থা। অফিস যাওয়ার সময় বাড়ি থেকে বেরিয়েও এমন পরিস্থিতিতে ফেঁসে যান তরুণী। উপায় না দেখে অফিসের হোয়াট্সঅ্যাপ গ্রুপে লিখে তরুণী জানান যে, তিনি ট্রাফিকে আটকে পড়েছেন। সে কারণে অফিসে পৌঁছোতে পারবেন না। কিন্তু অধস্তন কর্মীর কথা কানেই তুললেন না তাঁর বস্। ঝড়বৃষ্টি মাথায় নিয়েই তাঁকে অফিসে যেতে বললেন তিনি। ঊর্ধ্বতনের অদ্ভুত দাবি শুনে তাঁকে কড়া জবাব দিলেন তরুণীও। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় সেই চ্যাটের স্ক্রিনশটই ছড়িয়ে পড়েছে (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘আর/ইন্ডিয়ানওয়ার্কপ্লেস’ নামের অ্যাকাউন্ট থেকে রেডিটের পাতায় একটি গ্রুপ চ্যাটের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে যে, মুম্বইয়ের এক বেসরকারি সংস্থার তরুণী কর্মী তাঁর অফিসের গ্রুপ চ্যাটে একটি মেসেজ লিখেছেন। তাঁর প্রত্যুত্তর দিতে দেখা গিয়েছে তরুণীর বস্‌কে। কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টি চলছে মুম্বইয়ে। ক্রমাগত ভারী বর্ষণের কারণে মুম্বইয়ের অবস্থা শোচনীয়। বৃষ্টির মধ্যে রাস্তাঘাটে জল জমে গিয়েছে। তার ফলে ট্রাফিকের সমস্যাও দেখা দিয়েছে।

ছবি: সংগৃহীত।

অফিসে যাবেন বলে তরুণী নির্দিষ্ট সময়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন ঠিকই। কিন্তু ট্রাফিকের সমস্যায় আটকে যান তিনি। বহু ক্ষণ অপেক্ষা করার পর তরুণী তাঁর অফিসের হোয়াট্‌সঅ্যাপ গ্রুপে লিখে জানান, ‘‘ট্রাফিকে আটকে রয়েছি। আজ অফিসে পৌঁছোতে পারব না।’’

Advertisement

তরুণী এই মেসেজটি দেওয়ার ১৫ মিনিট বাদে তাঁর বস্ উত্তর দেন। তরুণীর ঊর্ধ্বতন কর্মী লেখেন, ‘‘দেরি হোক। তবুও অফিসে পৌঁছোও।’’ বসের কথা শুনে চমকে যান তরুণী। এমন পরিস্থিতিতে কী ভাবে তাঁর বস্ অফিস যাওয়ার নির্দেশ দিচ্ছেন তা ভেবেই অবাক হয়ে যান তিনি। গ্রুপের মধ্যে স্পষ্ট জানিয়ে দেন যে, অফিসে যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, বেশ কয়েক দিন ধরে মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি চলছে। সোমবার মুম্বই ও সংলগ্ন অঞ্চলের জন্য নতুন করে লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। আগামী ২৩ তারিখ পর্যন্ত সেখানে আবহাওয়ার বিশেষ উন্নতি হওয়ার সম্ভাবনা নেই।

শুক্রবার থেকে টানা বৃষ্টিতে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা জলমগ্ন হয়ে গিয়েছে। বন্ধ রয়েছে মুম্বইয়ের স্কুল-কলেজ। বহু এলাকায় হাঁটুজল। কোথাও কোথাও ডুবে গিয়েছে রেললাইন। এই পরিস্থিতিতে একান্ত প্রয়োজন ছাড়া শহরবাসীকে বাড়ির বাইরে পা না রাখার পরামর্শ দিয়েছেন বৃহন্মুম্বইয়ের পুলিশ কমিশনার। জরুরি পরিস্থিতির জন্য তৈরি রয়েছে প্রশাসনও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement