ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
গোল গোল নতুন জিনিসটা আবার কী! শুঁড় দিয়ে, পা দিয়ে ঠেললেই কেমন গড়িয়ে গড়িয়ে চলে যায়। নতুন খেলনা পেয়ে ভারী খুশি হাতির ছানা। দিনের বেশির ভাগ সময় বল নিয়েই মেতে রয়েছে সে। মনে মনে হয়তো ফুটবলার হওয়ার স্বপ্নও বুনে ফেলেছে। তাই সুযোগ পেলেই শুঁড় দিয়ে বলে মেরে ‘গোল’ করার চেষ্টা করছে ছোট্ট হাতিটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘সেভএলিফ্যান্টফাউন্ডেশন’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বলের উপর মাথা রেখে শুয়ে পড়েছে এক হস্তীশাবক। তার পর সেই বলটি নিয়ে খেলা করতে শুরু করে দিল সে। হাতিটির নাম চম্পু।
খেলাধুলা করার জন্য চম্পুকে একটি বল দেওয়া হয়েছে। বলটি পেয়ে যারপরনাই খুশি হাতির ছানা। বলের উপর মাথা রেখে কিছু ক্ষণ শুয়ে থাকার পর উঠে পড়ল সে। তার পর শুঁড় দিয়ে বলে মারতে শুরু করল হস্তীশাবকটি। মজার এই ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘কিছু দিন এ ভাবে অনুশীলন করলেই পাকা খেলোয়াড় হয়ে উঠবে হাতিটি।’’