ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
শপিং মলের সামনে যেন ‘সমুদ্র’! নাগাড়ে বৃষ্টির ফলে শপিং মলের সামনে জল জমে গিয়েছে। জলমগ্ন রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে গেলে ঢেউ উঠছে রাস্তায়। হাঁটার জো নেই। কিন্তু জল দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়লেন এক যুবক। হাত-পা ছুড়ে সাঁতার কাটতে শুরু করলেন তিনি। তাঁকে দেখে আরও কয়েক জন নেমে পড়লেন জলে। মনের সুখে সাঁতার কাটলেন তাঁরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘বিশ্বেন্দ্র’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ভারী বর্ষণের ফলে শপিং মলের সামনে প্রচুর জল জমে গিয়েছে।
সেই জলে নেমে সাঁতার কাটছেন এক যুবক। তাঁকে সঙ্গ দিচ্ছেন অন্যেরাও। এই ঘটনাটি গোরেগাঁওয়ের ওবেরয় শপিং মলের সামনে ঘটেছে। যুবকের আনন্দ দেখে এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘যুবক যেন ওয়াটার পার্কের আনন্দ নিচ্ছেন। কারও পৌষ মাস, কারও সর্বনাশ।’’
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, টানা দু’দিন ধরে মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি চলছে। সোমবার মুম্বই ও সংলগ্ন অঞ্চলের জন্য নতুন করে লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। আগামী ২৩ তারিখ পর্যন্ত সেখানে আবহাওয়ার বিশেষ উন্নতি হওয়ার সম্ভাবনা নেই।
শুক্রবার থেকে টানা বৃষ্টিতে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা জলমগ্ন হয়ে গিয়েছে। বন্ধ রয়েছে মুম্বইয়ের স্কুল-কলেজ। বহু এলাকায় হাঁটুজল। কোথাও কোথাও ডুবে গিয়েছে রেললাইন। এই পরিস্থিতিতে একান্ত প্রয়োজন ছাড়া শহরবাসীকে বাড়ির বাইরে পা না রাখার পরামর্শ দিয়েছেন বৃহন্মুম্বইয়ের পুলিশ কমিশনার। জরুরি পরিস্থিতির জন্য তৈরি রয়েছে প্রশাসনও।