—প্রতীকী ছবি।
সারা শরীরে কোথাও যন্ত্রণা নেই। কিন্তু দিন দশেক ধরে বুকের ডান দিকে অসহনীয় যন্ত্রণা করছিল তরুণের। স্তনবৃন্তে যন্ত্রণার পাশাপাশি সেখান থেকে পুঁজও বেরোতে শুরু করেছিল তাঁর। ভয় পেয়ে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে ছুটে যান তরুণ। এক্স-রে পরীক্ষার ফলাফল হাতে এলে চমকে যান চিকিৎসক। বুকের কাছে একটি ধারালো অস্ত্র আটকে রয়েছে তরুণের।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ৪৪ বছর বয়সি তরুণ তানজ়ানিয়ার বাসিন্দা। দশ দিন ধরে বুকের ব্যথায় নাজেহাল হয়ে গিয়েছিলেন তিনি। বুকের ডান দিক থেকে হঠাৎই গলগল করে পুঁজ বেরোতে শুরু করে তাঁর। স্তনবৃন্তেও অস্বাভাবিক যন্ত্রণা শুরু হয়। ভয় পেয়ে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে ছোটেন তিনি।
এক্স-রে করার পর চিকিৎসক দেখেন যে, তরুণের বুকের মাঝখানে আটকে রয়েছে একটি ধারালো অস্ত্র। জিজ্ঞাসাবাদ করে চিকিৎসককে তরুণ জানান যে, আট বছর আগে ভয়ানক দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। সেই দুর্ঘটনায় মুখ, পিঠ, বুক এবং পেটে আঘাত পেয়েছিলেন তরুণ। ক্ষতস্থানগুলি সেলাইও করা হয়েছিল। তার পর আট বছর কেটে গিয়েছে। কোনও রকম শারীরিক সমস্যা দেখা দেয়নি তরুণের।
হঠাৎ দশ দিন আগে স্তনবৃন্ত থেকে পুঁজ বেরোতে শুরু করে তাঁর। বীভৎস যন্ত্রণা নিয়ে তানজ়ানিয়ার এক হাসপাতালে যান তিনি। চিকিৎসকদের দাবি, কোনও ভাবে সেলাই করতে গিয়ে সেই ধারালো ব্লেডটি তরুণের বুকের মাঝে আটকে গিয়েছিল। দীর্ঘ কাল এই ধারালো বস্তুটি বুকে আটকে থাকার কারণে সেখানে ক্ষতস্থানের সৃষ্টি হয়েছে। সেখানে জমে থাকা মৃত কোষ থেকেই পুঁজ বেরোচ্ছিল বলে জানান তাঁরা।
তরুণের স্বাস্থ্যপরীক্ষা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। অস্ত্রোপচার করে সেই ধারালো ব্লেডটি বার করেন তাঁরা। হাসপাতালের আপৎকালীন বিভাগে (আইসিইউ) ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয় তরুণকে। তার পর আরও দশ দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছেন তানজ়ানিয়ার তরুণ।