ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
জঙ্গল থেকে ব্যস্ত রাস্তায় ছুটে চলে আসে একটি কোয়ালা। ছোট্ট প্রাণীটির যেন কোনও বিপদ না হয়, তা ভেবে নিজেদের গাড়ি থামিয়ে দিয়েছিলেন চালকেরা। রাস্তায় ট্র্যাফিক থামিয়ে ফেলেছিল কোয়ালাটি। এই সময়ে কোয়ালাটিকে উদ্ধার করতে এগিয়ে গেলেন এক বৃদ্ধ। কোলে করে রাস্তা থেকে তাকে তুলে জঙ্গলের ধারে রেখে দিলেন তিনি।
কিন্তু শুধু উদ্ধার করেই কোয়ালাটিকে ছেড়ে দিলেন না তিনি। দুরন্তপনার জন্য রাস্তায় দাঁড়িয়ে কোয়ালাটিকে কড়া ভাবে শাসনও করলেন বৃদ্ধ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘এবিসিনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি কোয়ালাকে কোলে নিয়ে ব্যস্ত রাস্তা থেকে তুলে জঙ্গলের ধারে বসিয়ে দিলেন এক বৃদ্ধ। তার পর কোয়ালাটির দিকে আঙুল তুলে বকাবকি করতে শুরু করলেন তিনি।
কোয়ালাটিও করুণ চোখে তাকিয়ে থাকল বৃদ্ধের দিকে। নিজের দুরন্তপনার জন্য চুপ করে বকা খেল সে। এই ঘটনাটি অস্ট্রেলিয়ার মাউন্ট ওয়ারেন পার্কে ঘটেছে। ভিডিয়োটি দেখে হাসাহাসি শুরু হয়েছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বদমায়েশি করেছ, এখন দাদুর কাছে বকা খাও।’’