ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
ধীরেসুস্থে স্নানপর্ব সারছিলেন তরুণ। হঠাৎ শৌচালয়ের জানলার বাইরে জোর শব্দ শুনতে পেলেন। কিছু ঠাহর করে উঠতে না উঠতেই দেখলেন, জানলা দিয়ে লাফিয়ে শৌচালয়ের ভিতর ঢোকার চেষ্টা করছে মস্ত বড় একটি বাঘ। হিংস্র শিকারিকে দেখে ভয়ে পিলে চমকে গেল তরুণের। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘বিয়ন্ড_দ্য_ওয়াইল্ডলাইফ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ শৌচালয়ে স্নান করছেন। হঠাৎ শৌচালয়ের খোলা জানলা দিয়ে ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করতে লাগল একটি বাঘ। সামনের দুই পা দিয়ে অনবরত শরীর গলিয়ে দেওয়ার চেষ্টা করছিল সে।
তরুণ পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করছেন দেখে তাঁর দিকে একদৃষ্টে চেয়ে রইল বাঘটি। সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি। ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, এই ঘটনাটি ভারতের। সমাজমাধ্যমের পাতায় ভিডিয়োটি ছড়িয়ে পড়তে ভয় পেয়েছেন নেটাগরিকদের অধিকাংশ। কেউ কেউ আবার তরুণের জন্য চিন্তা প্রকাশ করেছেন। আবার নেটপাড়ার একাংশের দাবি, এই বাঘটি তরুণের পোষ্য। তাই তরুণের দিকে তাকিয়ে শান্ত হয়ে পড়ল সে।