ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
স্টেশনে ১০ মিনিট দাঁড়াবে ট্রেন। তবুও যেন ধৈর্যে কুলোচ্ছে না যাত্রীদের। প্ল্যাটফর্ম থেকে রেললাইনে লাফ দিয়ে নেমে ট্রেনের দরজা ধরে ঝুলে ঝুলে উঠে পড়ছেন তাঁরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) ছড়িয়ে পড়ায় সমালোচনা শুরু হয়েছে নেটপাড়ায়।
‘আর/ইন্ডিয়ানরেলওয়েজ়’ নামের অ্যাকাউন্ট থেকে রেডিটের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, স্টেশনে ট্রেন ঢুকে দাঁড়ালে প্ল্যাটফর্ম থেকে অধিকাংশ যাত্রীই ট্রেনে উঠছেন না।
প্ল্যাটফর্ম ছেড়ে রেললাইনে লাফ দিয়ে নেমে পড়েছেন অনেকে। ট্রেনের কয়েকটি কামরার দরজার সামনে ভিড় উপচে পড়ছে। রেললাইন থেকেই লাফিয়ে লাফিয়ে কামরার দরজা ধরে ঝুলে ট্রেনে উঠছেন যাত্রীরা। এই ঘটনাটি হরিয়ানায় ঘটেছে।
জোধপুর থেকে রেওয়ারি স্টেশনের উদ্দেশে রওনা দিয়েছিল ট্রেনটি। সেই যাত্রাপথের মাঝে একটি স্টেশনে ট্রেনটি দাঁড়ালে কামরায় ওঠার জন্য এ ভাবে তাড়াহুড়ো করতে শুরু করেন যাত্রীরা। যাত্রীদের এই কাণ্ড দেখে নেটব্যবহারকারীদের অনেকে তাঁদের সমালোচনা করতে শুরু করেন।
এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘প্ল্যাটফর্মে তো ট্রেন দাঁড়িয়েই রয়েছে। সুষ্ঠু ভাবে এক এক করে উঠলেই তো হয়। এমন হুড়মুড়িয়ে ওঠার কোনও কারণ নেই। এখন যদি বিপজ্জনক ভাবে উঠতে গিয়ে কেউ পড়ে যেতেন? অযথা নিজেদের বিপদ বাড়াতে চান অনেকে।’’