Viral Video

লাবুবু আসলে চিনের ভগবান! মেয়ের মশকরা ধরতে না পেরে ‘জয় লাবুবু’ বলে মাথা ঠেকালেন মহিলা, ভাইরাল ভিডিয়ো

অদ্ভুতদর্শন জিনিসটি যে কী, তা ঠাহর করতে পারেননি মহিলা। তাঁর কন্যা এই জিনিসটি কিনে এনেছেন বলে তাঁর কাছেই প্রশ্ন রাখলেন কৌতূহলী মহিলা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৫ ১৩:৩৩
Share:

—প্রতীকী ছবি।

পুতুল নয়, লাবুবু আসলে বিদেশি দেবতা! নিজের জন্য বিকটদর্শন লাবুবু পুতুল কিনেছিলেন তরুণী। কিন্তু তাঁর মা এমন বিদঘুটে জিনিস দেখে অবাক হয়ে গিয়েছিলেন। সেই সুযোগ হাতছাড়া করতে চাইলেন না তরুণী। পুতুলটি হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে তরুণীর মা প্রশ্ন করে বসেন, ‘‘এটা কী রে?’’

Advertisement

তরুণীও মায়ের সঙ্গে মশকরা করতে গিয়ে বলেন, ‘‘এ হল চিনের ভগবান।’’ তা শুনেই ভক্তিভাব জেগে উঠল তরুণীর মায়ের। লাবুবু মাথায় ঠেকিয়ে প্রণাম করে বলে উঠলেন, ‘‘জয় লাবুবু।’’ সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘অপ্রেসর’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক মহিলা হাতে একটি ছোট্ট লাবুবু পুতুল নিয়ে তা ভাল করে খতিয়ে দেখছেন। কিন্তু এই অদ্ভুতদর্শন জিনিসটি যে কী, তা ঠাহর করতে পারছেন না তিনি। তাঁর কন্যা এই জিনিসটি কিনে এনেছেন বলে তাঁকেই প্রশ্ন করলেন কৌতূহলী মহিলা।

Advertisement

জিনিসটি কী তা জিজ্ঞাসা করতেই ওই মহিলার কন্যা মজা করে বললেন, ‘‘এ তো চিনের ভগবান।’’ মেয়ের কথা বিশ্বাসও করে ফেললেন মহিলা। তার পর পুতুলটি মাথায় ঠেকিয়ে প্রণাম করলেন। তাঁর ঘরের এক জায়গায় বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং ছবি ছিল। সেখানেই নিয়মিত পুজোআচ্চা করেন তিনি।

সেখানে গিয়েও আরতির ঢঙে লাবুবু পুতুলটি ঘুরিয়ে দিলেন তিনি। স্ত্রীর ভক্তি দেখে নিজেকে সামলাতে পারলেন না ওই মহিলার স্বামী। লাবুবুটি দেখে প্রণাম করলেন। বাবা-মায়ের এই কাণ্ড ক্যামেরাবন্দি করলেন তাঁদের তরুণী কন্যা। ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। আবার নেটাগরিকদের একাংশ দুঃখপ্রকাশ করে বলেছেন, ‘‘আপনার বাবা-মা খুবই সরল। অকারণে মিথ্যা কথা বলে তাঁদের বোকা বানালেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement