Viral Video

রাতের অন্ধকারে মন্দিরের সামনে হাজির সিংহ দম্পতি! ‘কপোত-কপোতী’র কাণ্ড ক্যামেরাবন্দি চালকের, ভাইরাল ভিডিয়ো

মন্দিরের সামনে সঙ্গিনীকে নিয়ে পা ছড়িয়ে আরাম করে বসে রয়েছে বিশাল একটি সিংহ। গাড়ির হেডলাইটের আলো তাদের মুখে পড়ল। কিন্তু তাতে বিশেষ পাত্তা দিল না সিংহ দম্পতি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৫ ১৮:৩০
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

অন্ধকার রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। রাস্তার ধারে একটি ছোট মন্দির লক্ষ করেন তিনি। কিন্তু মন্দিরের সামনে ‘ভক্ত’দের বসে থাকতে দেখে তাঁর চোখ ছানাবড়া হয়ে যায়। গাড়ির ভিতর থেকে সেই দৃশ্যটি ক্যামেরাবন্দি করার লোভ সামলাতে পারেন না তিনি। মন্দিরের সামনে পা ছড়িয়ে বসে রয়েছে একটি মস্ত বড় সিংহ. সে একা নয়। সিংহের পাশে বসে তাকে সঙ্গ দিতে ব্যস্ত এক সিংহী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ইনকগনিটো’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যে অন্ধকার রাস্তায় গাড়ি চালাচ্ছেন এক ব্যক্তি। ঘুটঘুটে অন্ধকারে রাস্তার ধারের একটি মন্দিরের আলো দেখা যাচ্ছে। কিছু দূর এগোতেই মন্দিরের সামনের দিকে নজর পড়ল গাড়ির চালকের।

মন্দিরের সামনে সঙ্গিনীকে নিয়ে পা ছড়িয়ে আরাম করে বসে রয়েছে বিশাল একটি সিংহ। গাড়ির হেডলাইটের আলো তাদের মুখে পড়ল। কিন্তু তা বিশেষ পাত্তা দিল না সিংহ দম্পতি। মন্দিরের সামনে বসেই রইল তারা। এই ঘটনাটি গুজরাতের সৌরাষ্ট্রে ঘটেছে। ভিডিয়ো দেখে এক জন নেটাগরিক লিখেছেন, “এমন একনিষ্ঠ ভক্তের দর্শন পাওয়াও ভাগ্যের ব্যাপার।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement