—প্রতীকী ছবি।
কাজের জায়গায় সহকর্মীদের কটুবাক্য বর্ষণে নাজেহাল হয়ে গিয়েছিলেন তরুণ। দিনের পর দিন এমন ব্যবহার আর সহ্য করতে পারছিলেন না তিনি। তাই রাগ করে শিফ্টের মাঝেই চাকরি ছেড়ে দিলেন ম্যানেজার। ক্ষোভ প্রকাশ করে লিখে গেলেন চিঠিও। সেই চিঠির ছবি সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘আর/কোওয়ার্কারস্টোরিজ়’ নামের অ্যাকাউন্ট থেকে রেডিটের পাতায় একটি পোস্ট করা হয়েছে। সেই পোস্টে দেখা গিয়েছে, হাতে লেখা চিঠির দু’খানা ছবি। চিঠির একটি পাতা কালো কালি দিয়ে লেখা, সেই পাতার শেষ লাইন থেকে আবার নীল কালি দিয়ে লিখে দু’পাতার চিঠিটি শেষ করা হয়েছে। চিঠিটি পোস্ট করে পোস্টদাতা লিখে জানিয়েছেন, তাঁর সহকর্মী কাজের মাঝপথে এই চিঠি লিখে হঠাৎ করে চাকরি ছেড়ে দেন।
ছবি: সংগৃহীত।
চিঠিতে লেখা রয়েছে, “আজ ২০ জুন। আমি চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আজই আমি চাকরি ছাড়ব। এই দোকানের ম্যানেজার হয়ে কাজ করতে আমার খুবই ভাল লাগত। কিন্তু আমায় বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এখানে আমার প্রতি সকলের ভরসা রয়েছে। তবুও অনেকে আমায় সরাসরি অলস বলে খোঁটা দেন। কয়েক জন সহকর্মীর দাবি, খুব সহজেই আমার কাজ অন্য কাউকে দিয়ে করিয়ে নেওয়া যাবে।”
ছবি: সংগৃহীত।
দিনের পর দিন এই অপমান সহ্য করতে পারছিলেন না তিনি। যদি তাঁর কাজ অন্য যে কেউ করে নিতে পারেন, তা হলে সহকর্মীরা যেন নতুন ম্যানেজার খুঁজে নেন। তিনি শিফ্টের মাঝেই চিঠি লিখে চাকরি ছেড়ে দোকান থেকে বেরিয়ে যান। দোকানের সমস্ত চাবি পরে ফেরত দিয়ে দেবেন বলেও জানান তিনি। এই চিঠি তাঁর সহকর্মীদের হাতে পড়ে। পরে আবার চাকরি ছেড়ে চলে যাওয়া ম্যানেজারকেই কাজে ফিরিয়ে আনেন সকলে।