ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
গাড়ি চালাতে ভালবাসেন। টাকা জমিয়ে নিজের গাড়ি কেনার শখ রয়েছে তাঁর। কিন্তু দামি গাড়ি কেনার মতো সামর্থ্য নেই তরুণীর। তা বলে নিজের স্বপ্ন শেষ করে ফেলেননি তিনি। যতটুকু সঞ্চয় ছিল, তা দিয়ে একটি অটো কিনে ফেলেছেন। তার পর অটো চালিয়েই রোজগার করতে শুরু করে দিয়েছেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘তামান্নাপাশা_অফিসিয়াল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী অটোর পিছনের আসনে বসে আছেন। চালকের আসনে এক তরুণী রয়েছেন দেখে ভারী অবাক হয়ে যান যাত্রী। যাত্রাপথে অটোচালকের সঙ্গে গল্প করতে শুরু করেন তিনি। অটোচালক জানান, তাঁর নাম সফুরা। বেঙ্গালুরুর বাসিন্দা তিনি। বহু বছর ধরে গাড়ি চালাবার শখ তাঁর।
স্বপ্ন বুনেছিলেন, নিজে টাকা জমিয়ে গাড়ি কেনার। তার পর সেই গাড়ি চালিয়ে ঘোরাঘুরি করার। কিন্তু দামি গাড়ি কেনার মতো অর্থ সঞ্চয় করতে পারেননি তিনি। তাই নিজের সামর্থ্যমতো জমানো টাকা দিয়ে একটি অটো কিনেছেন সফুরা। বর্তমানে বেঙ্গালুরুর রাস্তায় অটো চালিয়ে উপার্জন শুরু করেছেন তিনি।
যাত্রীকে তিনি বলেন, ‘‘আমি এখন খুব সুখে রয়েছি। সোমবার সকাল হলে অফিস যাওয়ার চিন্তা নেই। আমি খুব সাহসী। দামি গাড়ি কিনতে পারব না বলে মনে কোনও দুঃখ নেই। সব রকম পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা আমার রয়েছে।’’ তরুণী অটোচালকের এই উদ্যোগ দেখে নেটপাড়ার অধিকাংশ তাঁর প্রশংসা করেছেন। সফুরা দ্রুত গাড়ি কিনে ফেলুন, প্রার্থনাও করেছেন অনেকে।