ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
কোকা পাতার ফসল নির্মূল করতে একটি জমির উপর দিয়ে হেলিকপ্টার উড়িয়ে যাচ্ছিলেন পুলিশকর্মীরা। উড়ানের সময় হঠাৎ হেলিকপ্টারের সঙ্গে একটি ড্রোনের সংঘর্ষ হয়। নিয়ন্ত্রণ হারিয়ে সবুজ জমির কোলে ভেঙে পড়ে কপ্টারটি। চারদিক ভরে যায় কালো ধোঁয়ায়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘কলম্বিয়া অসকুরা’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি হেলিকপ্টারের সঙ্গে মাঝ-আকাশে ড্রোনের ধাক্কা লাগায় তা নিয়ন্ত্রণ হারিয়ে নীচের দিকে পড়তে শুরু করল। মাটিতে পড়ে আগুন ধরে যায় ওই হেলিকপ্টারে। চারদিক কালো ধোঁয়ায় ভরে যায়। কুণ্ডলী পাকিয়ে তা উপরের দিকে উঠতে থাকে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি বৃহস্পতিবার উত্তর কলম্বিয়ার অ্যান্টিওকিয়ায় ঘটেছে। কোকেনের কাঁচামাল কোকা পাতার ফসল নির্মূল করার জন্য হেলিকপ্টারে চেপে পুলিশকর্মীরা অ্যান্টিওকিয়ায় যাচ্ছিলেন। হঠাৎ ড্রোনের সঙ্গে সংঘর্ষে সেই হেলিকপ্টারে আগুন ধরে যায়। এই দুর্ঘটনার ফলে কপ্টারে থাকা ১২ জন পুলিশকর্মী নিহত হন। আরও তিন জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এই মর্মান্তিক ঘটনার সত্যতা নিশ্চিত করে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছিলেন যে, এই ঘটনায় মোট আট জনের মৃত্যু হয়েছে। পরে অবশ্য অ্যান্টিওকিয়ার গভর্নর আন্দ্রেস জুলিয়ান সেই তথ্য সংশোধন করে জানান, হেলিকপ্টার দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১২ জন এবং আরও তিন জন এই ঘটনায় আহত হয়েছেন।
গুস্তাভো এই হামলার জন্য এফএআরসি নামে কলম্বিয়ার এক বিদ্রোহী গোষ্ঠীকে দায়ী করেছেন। পুলিশের কপ্টারে হামলা ছাড়াও একই দিনে কলম্বিয়ায় আরও একটি হামলা হয়। সেনা স্কুলের কাছে গাড়ি বিস্ফোরণে পাঁচ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হন বলে জানা গিয়েছে।