ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
সদ্য জন্ম হয়েছে সিংহশাবকের। সারা দিনরাত মায়ের গায়ে গায়ে লেগে থাকছে সে। সন্তানকে রেখে একটু দূরে সরে পড়েছিল সিংহী। মায়ের স্পর্শ না পেতে গলা ফাটিয়ে চিৎকার করতে শুরু করে দিল সিংহশাবক। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘দ্যবিগক্যাট.প্রজেক্ট’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক সিংহশাবক চোখ বুজে চিৎকার করে যাচ্ছে। তার মা ঠিক তার পিছনেই দাঁড়িয়ে রয়েছে। সন্তানের ডাক শুনে তার দিকে এগিয়ে গেল সে। তার পর শাবকের ঘাড়ে কামড় বসিয়ে দিল সিংহীটি। তবে তা আদরের স্পর্শ। মাকে কাছে পেয়ে ডাক থামিয়ে দিল সিংহশাবক।
ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, শাবকটি সদ্য জন্ম নিয়েছে। চোখও ভাল করে ফোটেনি তার। শাবকের ঠিক পিছনে দাঁড়িয়েছিল সিংহী। কিন্তু সে ভাবছিল যে, তার মা অনেক দূরে চলে গিয়েছে। তাই ভয় পেয়ে গলা ফাটিয়ে চিৎকার করতে শুরু করল শাবকটি। সন্তান ভয় পেয়েছে তা বুঝতে পেরে শাবকের ঘাড় ধরে তাকে তুলে নিল মা। শাবকটিও মায়ের স্পর্শে শান্ত হয়ে গেল।