ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
পরিবারকে নিয়ে বিশ্রাম নিচ্ছিল এক সিংহ। বাবার সঙ্গে খুনসুটি করার জন্য তার দুই শাবক সিংহের দিকে এগিয়ে গেল। দুই সন্তানকে দেখে উঠে পড়ল সিংহটি। এক শাবককে আবার মেরেও দিল সে। সঙ্গীর কাণ্ড দেখে তেলেবেগুনে জ্বলে উঠল সিংহী। বিশ্রাম মাথায় উঠল তার। সঙ্গে সঙ্গে সিংহের কাছে ছুটে গিয়ে তার মুখে থাবা বসিয়ে দিল সে। সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘বিয়ন্ড_দ্য_ওয়াইল্ডলাইফ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দুই শাবক এবং সিংহীকে নিয়ে বিশ্রাম নিচ্ছিল ‘বনের রাজা’। তার বিশ্রামে ব্যাঘাত ঘটাতে সিংহের দিকে এগিয়ে গেল তার দুই শাবক। সঙ্গে সঙ্গে মাথা তুলে ফেলল সিংহটি। বিরক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল সে।
একটি শাবক অন্য দিকে হাঁটা লাগালেও দ্বিতীয় শাবকটি সিংহের দিকেই এগিয়ে যেতে লাগল। খুনসুটি করতে গিয়ে শাবকের পিছনে পা দিয়ে আলতো ভাবে মারল সিংহটি। তার পরই বিপদ ঘনিয়ে এল ‘পশুরাজ’-এর। সন্তানের সঙ্গে এ ভাবে মজা করা মোটেও বরদাস্ত করল না সিংহী। উঠে সিংহের দিকে এগিয়ে গেল সে। মাকে দেখে নালিশও করতে শুরু করল সেই শাবকটি। সন্তানের নালিশ শুনে সিংহের মুখে এক থাবা বসিয়ে দিল সিংহী। সন্তানের সামনে ‘শাস্তি’ পেয়ে লজ্জায় অন্য দিকে মুখ ঘুরিয়ে ফেলল সিংহ।