ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
উড়তে উড়তে নারকেল গাছের ডালে গিয়ে বসল মস্ত বড় একটি ম্যাকাও। গাছ থেকে সারি সারি ডাব ঝুলছে। ঠোঁট দিয়ে একটি ডাব পেড়ে নিল ম্যাকাওটি। খিদের চোটে ডাবের মুখ ভেঙে ভিতরের সমস্ত জল ঢকঢক করে পান করে ফেলল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘গুইয়া_কুইয়াবানো’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি নারকেল গাছের ডালে বসে রয়েছে ম্যাকাও। গাছ থেকে ডাব পেড়ে ঠোঁট দিয়ে ডাবটির মুখে ঠোক্কর দিচ্ছে সে। ধারালো ঠোঁট দিয়ে ডাবের মুখ ভেঙে ফেলল ম্যাকাওটি।
তার পর দুই ঠোঁট দিয়ে চেপে ডাবটি উপরে তুলে ফেলল সে। ঢকঢক করে ডাবের জল পান করল ম্যাকাওটি। জল পান করা শেষ হলে ডাবটি মুখ থেকে ফেলে দিল সে। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘ম্যাকাওটি বেশ স্বাস্থ্যসচেতন মনে হচ্ছে। নিমেষের মধ্যে ডাবের জল পান করে ফেলল। পানীয়ের প্রতি বিশেষ প্রেম রয়েছে তার।’’