Viral Video

খালি হাতে চেপে ধরলেন কুমিরের গলা! হিংস্র সরীসৃপকে কোলে শুইয়ে আনন্দ ধরে না তরুণের, ভাইরাল ভিডিয়ো

নৌকায় চেপে জলাশয়ে ঘুরছিলেন তরুণ। জলাশয়ের ধারে একটি কুমিরকে শুয়ে থাকতে দেখে সে দিকে এগিয়ে যান মাইক। তার পর নৌকা থেকে লাফিয়ে কুমিরটির দিকে দৌড়োতে শুরু করেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৯
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

নৌকায় চেপে জলাশয়ের গভীরে যাচ্ছিলেন এক তরুণ। জলাশয়ের ধারে শুয়েছিল একটি মস্ত বড় কুমির। ভয়ঙ্কর সরীসৃপকে দেখে না পালিয়ে তার দিকেই নৌকা নিয়ে এগিয়ে গেলেন তরুণ। নৌকা থেকে লাফ দিয়ে কুমিরের দিকে ছুটলেন তিনি। তরুণকে দেখে উল্টো দিকে দৌড় দিল কুমির। কিন্তু তরুণের গতির সঙ্গে পেরে উঠল না সে। কুমিরের উপর লাফিয়ে তার গলা ধরে ঘাসের উপর বসে পড়লেন তরুণ। তার পর কুমিরটিকে নিজের কোলে শুইয়ে হাসতে থাকলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘দ্যরিয়ালটারজ়ান’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক জন তরুণ তাঁর কোলে একটি কুমিরকে শুইয়ে রেখেছেন। দু’হাত দিয়ে কুমিরের গলা চেপে ধরে রয়েছেন তিনি। কখনও কখনও আবার কুমিরের গলা ধরে তাকে উপরে তুলে দিচ্ছেন তিনি। ওই তরুণের নাম মাইক হলস্টন। নানা ধরনের জীবজন্তু নিয়ে ভিডিয়ো করে সমাজমাধ্যমে পোস্ট করেন তিনি।

নৌকায় চেপে জলাশয়ে ঘুরছিলেন মাইক। জলাশয়ের ধারে একটি কুমিরকে শুয়ে থাকতে দেখে সে দিকে এগিয়ে যান তিনি। তার পর নৌকা থেকে লাফিয়ে কুমিরটির দিকে দৌড়োতে শুরু করেন তরুণ। কুমিরটি তাঁকে দেখে ছুটে পালাতে শুরু করে। কিন্তু তরুণের সঙ্গে পেরে ওঠে না সে। কুমিরের উপর লাফিয়ে পড়ে দু’হাত দিয়ে তার গলা চেপে ধরেন তরুণ। তার পর তাকে কোলে শুইয়ে দিয়ে হাসতে থাকেন মাইক।

Advertisement

তিনি জানান, কুমিরটি সল্টওয়াটার ক্রোকোডাইল প্রজাতির। কুমিরটিকে তুলে ধরে তার দেহের গঠনও দেখালেন মাইক। কুমিরটিও মুখ হাঁ করে তরুণের কোলে চুপচাপ শুয়ে রইল। কিছু ক্ষণ পর কুমিরের গলা ধরে তাকে জলাশয়ে ছুড়ে ফেলে দিলেন তরুণ। কুমিরটিও জলে পড়ে অন্য দিকে তাড়াতাড়ি সাঁতার কেটে চলে গেল। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘হিংস্র সরীসৃপকে কাবু করে ফেললেন তরুণ। সাহসের বলিহারি!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement