Viral Video

পিছন থেকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, পরোয়া না করে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব তরুণের, ভাইরাল ভিডিয়ো

হঠাৎ রাস্তায় এক হাঁটু গেড়ে বসে পড়লেন তরুণ। ভালবাসার মানুষকে বিয়ের প্রস্তাব দিলেন তিনি। তরুণীর আনন্দ আর ধরে না। ঘূর্ণিঝড়কে সাক্ষী রেখে বিয়ের প্রস্তাবে রাজি হলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ১৩:৩৭
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

প্রেমিকাকে নিয়ে গাড়ি করে ঘুরতে বেরিয়েছিলেন তরুণ। চারদিকে মেঘ করে কালো হয়ে এসেছে। দূর থেকে ঘূর্ণিঝড় এগিয়ে যাচ্ছে তাদের দিকে। সেই ঝোড়ো হাওয়ার মধ্যেই কালো এসইউভি মাঝরাস্তায় থামিয়ে দিলেন তরুণ। প্রেমিকাকে গাড়ি থেকে নামিয়ে হাতে একটি বাক্স নিয়ে তিনিও নেমে গেলেন। রাস্তায় অবাক হয়ে দাঁড়িয়ে রয়েছেন তরুণী। প্রেমিকের কাণ্ডকারখানা কিছুই বুঝতে পারছেন না তিনি।

Advertisement

হঠাৎ রাস্তায় এক হাঁটু গেড়ে বসে পড়লেন তরুণ। ভালবাসার মানুষকে বিয়ের প্রস্তাব দিলেন তিনি। তরুণীর আনন্দ আর ধরে না। ঘূর্ণিঝড়কে সাক্ষী রেখে বিয়ের প্রস্তাবে রাজি হলেন তিনি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘বেকিপ্যাটেল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ঘূর্ণিঝড়কে সাক্ষী রেখে এক তরুণ তাঁর প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। তরুণের প্রস্তাবে রাজি হয়ে আনন্দে তাঁকে জড়িয়ে ধরেছেন তরুণী।

Advertisement

ঘূর্ণিঝড়কে সাক্ষী রেখে বাগ্‌দান সারলেন তরুণ-তরুণী। ছবি: ইনস্টাগ্রাম।

ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, তরুণের নাম ম্যাথিউ মিশেল। চলতি বছরের ১৮ মে আমেরিকার ওকলাহোমার আর্নেট এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ম্যাথিউ আদতে কানাডার বাসিন্দা। ছ’বছর ধরে ঘূর্ণিঝড়ের পিছনে ধাওয়া করাকেই পেশা হিসাবে বেছে নিয়েছেন তিনি। গত বছর এমনই এক ট্যুরে বেকির সঙ্গে আলাপ হয়েছিল ম্যাথিউয়ের। এক বছর সম্পর্কে থাকার পর ঘূর্ণিঝড়কে সাক্ষী রেখেই বিয়ের প্রস্তাব দিয়েছেন ম্যাথিউ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement