Avoid Shopping on Sunday

রবিবার কেনাকাটা করলে সাবধান! কী কী কিনলে জীবনে অশুভ প্রভাব পড়তে পারে? খোঁজ দিলেন জ্যোতিষী

শুধুমাত্র সূর্যদেবের পুজো করলেই হবে না। ছুটির দিনে কিছু জিনিসপত্র কেনাকাটা করলে তা জীবনে অশুভ শক্তি বয়ে নিয়ে আসতে পারে। জ্যোতিষ শাস্ত্রমতে, এমন কিছু জিনিস রয়েছে, যেগুলি রবিবার কিনলে নেতিবাচক শক্তি বৃদ্ধি পেতে পারে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ১০:৪৩
Share:

—প্রতীকী ছবি।

রবিবার দিনটিকে সূর্যদেবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত একটি দিন হিসাবে ধরা হয়। জ্যোতিষ শাস্ত্রমতে সূর্যদেব হল জীবন, উজ্জ্বলতা এবং স্বাস্থ্যের প্রতীক। তাই এই ছুটির দিনে সূর্যদেবের পুজো করা শুভ বলে মানা হয়।

Advertisement

হিন্দু ধর্মমতে বিশ্বাস করা হয় যে, রবিবার সূর্যদেবের পুজো করলে স্বাস্থ্যের উন্নতি হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং জীবনে সাফল্য আসে। কিন্তু শুধুমাত্র সূর্যদেবের পুজো করলেই হবে না। ছুটির দিনে কিছু জিনিস কেনাকাটা করলে তা জীবনে অশুভ শক্তি বয়ে নিয়ে আসতে পারে।

জ্যোতিষ শাস্ত্রমতে, এমন কিছু জিনিস আছে, যেগুলি রবিবার কিনলে নেতিবাচক শক্তি বৃদ্ধি পেতে পারে এবং জীবন সমৃদ্ধির উপর প্রভাব ফেলতে পারে। রবিবার যে জিনিসগুলি কেনা ক্ষতিকর সেগুলি হল-

Advertisement

১) লোহা অথবা লোহার তৈরি কোনও উপকরণ

জ্যোতিষশাস্ত্র অনুসারে, লোহা শনি গ্রহের সম্পর্কিত ধাতু। রবিবার লোহা অথবা লোহার তৈরি কোনও জিনিস ক্রয় করলে তা সূর্যদেবকে ক্রুদ্ধ করে এবং এর ফলে ঘরে আর্থিক সমস্যা তৈরি করতে পারে।

২) নতুন যানবাহন এবং যানবাহন সম্পর্কিত কোনও উপকরণ

রবিবার যানবাহন কেনা অশুভ বলে মনে করা হয়। এর ফলে যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়া অথবা পথ দুর্ঘটনাও ঘটতে পারে। এই দিনে যানবাহনের যন্ত্রাংশ বা আনুষাঙ্গিক জিনিসপত্র কেনা উচিত নয়।

৩) আসবাবপত্র এবং হার্ডঅয়্যারের জিনিসপত্র

রবিবার বাড়ির জন্য আসবাবপত্র অথবা নির্মাণ সামগ্রী কিনলে তার ফলে আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। অতএব, এই দিনে এই ধরনের কোনও জিনিস কেনাকাটা থেকে বিরত থাকা প্রয়োজন।

৪) বাগান তৈরির উপকরণ

রবিবার বাগান করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন গাছপালা, টব, সার, বীজ ইত্যাদি কেনাও এড়িয়ে চলা উচিত। জ্যোতিষ শাস্ত্রমতে এই জিনিসগুলি রবিবার কিনলে তা পরিবারের সুখ-সমৃদ্ধিতে বাধা সৃষ্টি করতে পারে।

৫) নির্দিষ্ট রঙের পোশাক

রবিবার কালো, নীল এবং ধূসর রঙের কোনও পোশাক পরা অথবা কেনা এড়িয়ে চলুন। হিন্দু ধর্মমতে, এই রঙগুলি সূর্যদেবের পছন্দ নয়। তাই এই রঙের কোনও পোশাক কিনলে বা পরলে সূর্যদেবের কৃপা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement