Best Colour for Doormats

পাপোশে পা মুছলে শুধু ময়লাই যায় না, নেগেটিভ শক্তিও দূর হয়! কোন রঙের পাপোশ ব্যবহার করা শুভ?

সদর দরজার সামনে আমরা প্রায় সকলেই পাপোশ পেতে থাকি। বাস্তুশাস্ত্র মতে, কোনও অতিথি যখন সদর দরজায় পেতে রাখা পাপোশে পা মোছেন, তখন তাঁর মধ্যে থাকা নেগেটিভ শক্তি অনেকাংশে সেই পাপোশেই রয়ে যায়।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২২ মে ২০২৫ ১২:১৬
Share:

—প্রতীকী ছবি।

সুন্দর করে সাজিয়ে রাখা ঘরবাড়ি দেখতে যেমন ভাল লাগে, তেমনই সেখানে সর্বদা একটা শুভ শক্তিও চলাচল করে। কথায় রয়েছে, অগোছালো বাড়িতে লক্ষ্মী থাকে না। সেটা পুরোটাই যে ভুল তা নয়। ঘরবাড়ি সুন্দর করে গুছিয়ে না রাখলে সেখানে সব সময় একটা নেগেটিভ শক্তি কাজ করে। অন্য দিকে গোছানো জায়গায় পজ়িটিভ শক্তির পরিমাণ যেমন বৃদ্ধি পায়, তেমনই সেই বাড়িতে বসবাসকারী লোকজনের মধ্যে সম্পর্কের ভিতও ভাল হয়।

Advertisement

কিন্তু বাড়ি সাজানোর ক্ষেত্রে আমাদের অনেক কিছুই মনে রাখতে হবে। বাস্তুমতে, যে কোনও জিনিস চোখে দেখতে ভাল লাগলেই সেটা ঘরে এনে রাখা যাবে না। দেখতে সুন্দর জিনিসও আপনার বাস্তুর জন্য ক্ষতিকারক হতে পারে। আমাদের ঘরের এমন অনেক জিনিস রয়েছে যেগুলি কেনার সময় আমরা বিশেষ ভাবনাচিন্তা করে কিনি না। সেগুলিরই মধ্যে একটি হল পাপোশ। বাজার থেকে পাপোশ কিনে আনার সময় আমরা বিশেষ ভেবে কিনি না, যেটা চোখে পড়ে সেটাই কিনে নিয়ে চলে আসি। কিন্তু আমাদের ঘরের অতি প্রয়োজনীয় জিনিসগুলির মধ্যে পাপোশ হল অন্যতম। সদর দরজার সামনে আমরা প্রায় সকলেই পাপোশ পেতে থাকি। বাস্তুশাস্ত্র মতে, বাইরে থেকে কোনও লোক এসে যখন সদর দরজায় পেতে রাখা পাপোশে পা মোছেন, তখন সেই মানুষের মধ্যে থাকা নেগেটিভ শক্তি অনেকাংশে সেই পাপোশেই রয়ে যায়। তাই পাপোশ কেনার সময় আমাদের সেটির রং বাছাই করে কেনা উচিত। জ্যোতিষশাস্ত্রে পাঁচটি রঙের কথা বলা রয়েছে। সেই রঙের পাপোশ বাড়িতে পাতা শুভ।

বাড়িতে কোন পাঁচ রঙের পাপোশ পাতা শুভ?

Advertisement

১. নীল: সদর দরজায় নীল রঙের পাপোশ পাতা শুভ। এটি পাতার ফলে ঘরে শান্তি বজায় থাকে। বাইরের নেগেটিভ শক্তি সহজে ঘরে প্রবেশ করতে পারে না।

২. লাল: লাল রঙের পাপোশ পাতার ফলে বাড়িতে একটা প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। যেই বাড়িতে লাল রঙের পাপোশ পাতা হয়, সেই বাড়িতে লোকজনের মনে সর্বদা আনন্দ বিরাজ করে।

৩. সাদা: সদর দরজায় সাদা রঙের পাপোশ পাতলেও শুভ ফল পাওয়া যায়। ঘরে সব সময় শান্তি বিরাজ করে। সেই বাড়িতে থাকা ব্যক্তিদের মন শান্ত হয়, ঝগড়াঝাঁটিও কম হয়।

৪. সবুজ: বাড়িতে সম্প্রীতি আনতে চাইলে সদর দরজায় সবুজ রঙের পাপোশ পেতে দেখতে পারেন। বাড়িতে পজ়িটিভ শক্তির বৃদ্ধি ঘটাতে সাহায্য করে সবুজ রঙের পাপোশ।

৫. হলুদ: হলুদ রঙের পাপোশ সদর দরজায় পাতা অত্যন্ত শুভ। এই রঙের পাপোশ পাতলে বাইরে থেকে আসা অতিথিরা স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আর অতিথিদের ভাল লাগা বাড়ির ক্ষেত্রে শুভ। বাড়িতে থাকা লোকজনেরও মন ভাল থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement