Folharini Kali Puja 2025

অশুভ ফলের বিনাশ ঘটান দেবী ফলহারিণী! জ্যৈষ্ঠের অমাবস্যায় হয় দেবীর পূজা, তিথি কখন শুরু, কখন শেষ?

জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিত হন ফলহারিণী নামে। হিন্দু মতে বিশ্বাস করা হয়, এই তিথিতে দেবীর পূজা-আরাধনায় অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয়।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১৯ মে ২০২৫ ০৬:৫৯
Share:

—প্রতীকী ছবি।

ফলহারিণী কথার অর্থ হল ফল হরণকারী। যিনি অশুভ ফল হরণ করেন তাঁকেই ফলহারিণী বলা হয়। সমস্ত দেব-দেবীর পূজা-আরাধনায় অশুভ ফল নাশ হয় এবং কিছু না কিছু শুভ ফল লাভ হয়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শ্রীরামকৃষ্ণ মা সারদাদেবীকে দশ মহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী রূপে পূজা করেছিলেন। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিত হন ফলহারিণী নামে। হিন্দুমতে বিশ্বাস করা হয়, এই তিথিতে দেবীর পূজা-আরাধনায় অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয়।

Advertisement

আগামী ২৬ মে, ১১ জ্যৈষ্ঠ, সোমবার শ্রীশ্রী ফলহারিণী কালীপূজা।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:

Advertisement

অমাবস্যা তিথি আরম্ভ—

বাংলা: ১১ জ্যৈষ্ঠ, সোমবার।

ইংরেজি: ২৬ মে, সোমবার।

সময়: দুপুর ১২টা ১৩ মিনিট।

শ্রীশ্রী ফলহারিণী কালীপূজা।

অমাবস্যা তিথি শেষ—

বাং: ১২ জ্যৈষ্ঠ , মঙ্গলবার।

ইংরেজি: ২৭ মে, মঙ্গলবার।

সময়: সকাল ৮টা ৩২ মিনিট।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:

অমাবস্যা তিথি আরম্ভ—

বাংলা: ১১ জ্যৈষ্ঠ, সোমবার।

ইংরেজি: ২৬ মে, সোমবার।

সময়: সকাল ১১টা ৭ মিনিট ১৯ সেকেন্ড।

শ্রীশ্রী ফলহারিণী কালীপূজা।

অমাবস্যা তিথি শেষ—

বাংলা: ১২ জ্যৈষ্ঠ, মঙ্গলবার।

ইংরেজি: ২৭ মে, মঙ্গলবার।

সময়: সকাল ৮টা ৪৪ মিনিট ৫৯ সেকেন্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement