Jupiter Gemini Transit 2025

বৃহস্পতির রাশি পরিবর্তনে জীবনে এসেছে নানা পরিবর্তন! ভাল থাকতে মানতে হবে যে সব টোটকা

বৃহস্পতি ধীরগতির গ্রহ বলে তার ভাল হোক বা খারাপ, উভয় ফলদানের সময়কালই দীর্ঘ হয়। এই সময় কয়েকটি টোটকা যদি নিষ্ঠা সহযোগে পালন করতে পারেন, তা হলে কুপ্রভাব থেকে কিছুটা হলেও রেহাই পাবেন।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৮ মে ২০২৫ ০৭:৫৩
Share:

—প্রতীকী ছবি।

১৪ মে ২০২৫, বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে। বৃহস্পতি রাশি পরিবর্তন করে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গমন করেছে। যার ফলে কয়েকটি রাশির জীবনে ভাল সময় শুরু হলেও, কোনও কোনও রাশির ব্যক্তিরা কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। বৃহস্পতি ধীরগতির গ্রহ বলে তার ভাল হোক বা খারাপ, উভয় ফলদানের সময়কালই দীর্ঘ হয়। এই সময় কয়েকটি টোটকা যদি নিষ্ঠা সহযোগে পালন করতে পারেন, তা হলে কুপ্রভাব থেকে কিছুটা হলেও রেহাই পাবেন। জ্যোতিষশাস্ত্রে এমন নানা কার্যকরী টোটকার কথা বলা রয়েছে। জেনে নিন সেগুলি কী কী।

Advertisement

দেখে নেব টোটকাগুলো কী কী:

১) এই সময় কয়েকটি কাজ ভুলেও করা যাবে না, যেমন জেনেবুঝে কারও ক্ষতি করা তো দূরের কথা, ক্ষতি করার কথা মনেও আনা যাবে না। কখনও কোনও বিষয়ে মিথ্যা কথা একেবারেই বলা যাবে না। খারাপ চিন্তাভাবনা থেকে একটু দূরে থাকাই ভাল হবে।

Advertisement

২) বৃহস্পতিবার করে পুজোপাঠ করা শুরু করুন এবং বৃহস্পতির মন্ত্র পাঠ করুন। এ ছাড়া এই সময় ভগবান বিষ্ণুর পুজো করতে পারেন।

৩) যে কোনও দরিদ্র মানুষকে তাঁর প্রয়োজনমতো জিনিস দান করুন। খাবার, বস্ত্র, টাকাপয়সা প্রভৃতি দান করতে পারেন।

৪) হলুদ, সাদা বা সোনালি রঙের পোশাক পরলে খুব ভাল ফল পাবেন।

৫) বৃহস্পতিবার পুজোর আগে কিছুটা গাঁট হলুদ বেটে নিয়ে সেটা পুজো দেওয়ার সময় ঠাকুরের কাছে রেখে দিন। পুজো শেষে হলুদ বাটাটা কোনও শুদ্ধ জায়গায় রেখে দিন এবং প্রতি দিন কপালে তিলক লাগান। হলুদ বাটাটা শুকিয়ে গেলে তাতে গঙ্গাজল মিশিয়ে নিন।

৬) এই সময় ঋণ নেওয়া বা দেওয়া থেকে দূরে থাকুন।

৭) ব্যয়ের দিকে বিশেষ নজর রাখতে হবে, যতটা সম্ভব কম ব্যয় করার চেষ্টা করতে হবে।

৮) সাধ্যমতো রুপো বা সোনার গয়না পরুন।

৯) নিজের শরীরের প্রতি বিশেষ নজর রাখুন।

১০) অন্যদের প্রতি বিশ্বাস বজায় রাখতে হবে, তবে যাকে-তাকে বিশ্বাস করবেন না। ঠকতে হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement