—প্রতীকী ছবি।
আগামী ১৪ মে ২০২৫, ভারতীয় সময় রাত ১০টা ৩৬ মিনিটে বৃহস্পতি রাশি পরিবর্তন করে বৃষ রাশি থেকে পরবর্তী মিথুন রাশিতে গমন করবে। প্রত্যেক গ্রহের অবস্থান পরিবর্তনের ফলে সমস্ত রাশির জীবনেই কিছু না কিছু পরিবর্তন দেখা যায়। সমস্ত রাশির উপরই গ্রহের স্থান পরিবর্তন কিছু না কিছু প্রভাব ফেলে। কিন্তু শনি, রাহু-কেতু এবং বৃহস্পতির প্রভাব দানের ক্ষমতা বেশি। বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে কোন রাশির জীবনে কী কী বিষয়ে পরিবর্তন দেখা দেবে, ভাল হবে না খারাপ হবে, জেনে নিন।
মেষ রাশি: অংশীদারি ব্যবসা এবং দাম্পত্য ক্ষেত্রে শুভ ফল পাবেন। ধর্মীয় স্থানে ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে, আয় বৃদ্ধি পাবে। বিশেষ চিন্তার কোনও কারণ নেই।
বৃষ রাশি: বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে বৃষ রাশির ব্যক্তিরা কর্মক্ষেত্রে সফলতা লাভ করবেন।
মিথুন রাশি: বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশের ফলে তাঁরা নানা দিক থেকে শুভ ফল পাবেন। শারীরিক ক্ষেত্রে শুভ ফল দেখা যাচ্ছে। সন্তানের জন্য গৌরব বৃদ্ধি হবে, ধর্মীয় জিনিসের প্রতি আকর্ষণ বৃদ্ধি হতে পারে।
কর্কট রাশি: কর্কট রাশির জাতক-জাতিকারা ব্যয়ের ব্যাপারে একটু সচেতন থাকুন, অযথা খরচ বৃদ্ধি হতে পারে। বাড়িতে কোনও শুভ কাজের সূচনা হতে পারে।
সিংহ রাশি: অংশীদারি ব্যবসা যাঁরা করেন, তাঁদের জন্য বৃহস্পতির রাশি পরিবর্তন শুভ সময় সঙ্গে করে নিয়ে আসতে চলেছে। দাম্পত্যক্ষেত্রে শুভ ফল দেখা যাচ্ছে। সন্তানের সফলতা বৃদ্ধি হতে পারে এবং আয়ের দিকও ভাল দেখা যাচ্ছে।
কন্যা রাশি: কন্যা রাশির ব্যক্তিদের পারিবারিক এবং গৃহসুখ বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রেও দারুণ ফল লাভ করবেন, সফলতা বৃদ্ধি হবে। পদোন্নতির যোগ দেখা যাচ্ছে।
তুলা রাশি: শারীরিক ক্ষেত্রে শুভ ফল লাভ করবেন। সন্তানের ক্ষেত্রও শুভ দেখা যাচ্ছে। ধর্মীয় আকর্ষণ বৃদ্ধি পাবে।
বৃশ্চিক রাশি: বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে পারিবারিক সুখ এবং গৃহের ক্ষেত্রে শুভ ফল লাভ করবেন। বাড়িতে শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু ঋণ সংক্রান্ত বিষয়ে সচেতনতা অবলম্বন জরুরি, ব্যয় বৃদ্ধি পেতে পারে।
ধনু রাশি: ধনু রাশির ব্যক্তিরা শারীরিক ক্ষেত্রে শুভ ফল লাভ করবেন। নতুন সঙ্গী বা সঙ্গিনী খুঁজে পাওয়ার জন্য শুভ সময়। দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে এবং আয়ের ক্ষেত্রেও ভাল ফল লাভ করবেন।
মকর রাশি: বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে কর্মক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু ঋণ গ্রহণ এবং দানের ব্যাপারে সতর্ক থাকতে হবে, মুশকিলে পড়তে পারেন। ব্যয় বৃদ্ধিরও আশঙ্কা দেখা যাচ্ছে।
কুম্ভ রাশি: সন্তানের জন্য শুভ সময়, সন্তানের সফলতায় গৌরব বৃদ্ধি পাবে। আয়ের ক্ষেত্রেও ভাল ফল লাভ করবেন। ধর্মীয় কাজে আকর্ষণ বৃদ্ধি পেতে পারে।
মীন রাশি: কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন। বাড়িতে সুখশান্তি বৃদ্ধি হবে। অযথা ব্যয়ের আশঙ্কা দেখা যাচ্ছে, সচেতন থাকুন।
জন্মকালীন অন্যান্য গ্রহের অবস্থান এবং দশা অনুযায়ী ফলের পরিবর্তন হতে পারে।