Lottery Horoscope Prediction

তিন রাশির ব্যক্তিরা মে মাসের দ্বিতীয় সপ্তাহে লটারি কেটে ক্ষতির মুখে পড়তে পারেন! লাভের দিক দিয়ে এগিয়ে কারা?

ভাগ্য কখন কার সঙ্গ দিয়ে দেয় সেটা একদম নিশ্চিত হয়ে কেউ বলতে পারেন না। কিন্তু কিছুটা ধারণা দেওয়া যায়। এই ক্ষেত্রে আপনাদের সাহায্য করবে জ্যোতিষশাস্ত্র।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১০ মে ২০২৫ ০৭:৩১
Share:

—প্রতীকী ছবি।

লটারি কাটার ইচ্ছা হলে নিজেকে আটকাবেন না। অনেকেই লটারি কেটে বিপুল লাভ করেন, আপনিও তাঁদের মধ্যে এক জন হতেই পারেন। ভাগ্য কখন কার সঙ্গ দেয় সেটা একদম নিশ্চিত হয়ে কেউ বলতে পারেন না। কিন্তু কিছুটা ধারণা দেওয়া যায়। এই ক্ষেত্রে আপনাদের সাহায্য করবে জ্যোতিষশাস্ত্র। জেনে নিন, মে মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ ১১ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত কোন কোন রাশির ভাগ্যে লটারিপ্রাপ্তির যোগ রয়েছে।

Advertisement

মেষ– মে মাসের দ্বিতীয় সপ্তাহে মেষ রাশির ব্যক্তিদের লটারি কাটার ইচ্ছা থাকলেও সে দিকে না যাওয়াই ঠিক হবে। প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে না।

বৃষ– লটারির দিক দিয়ে বৃষ রাশির জন্য এই সপ্তাহটা মধ্যম প্রকৃতির থাকবে। কিন্তু বেশি অঙ্কের লটারি কাটা উচিত হবে না। খুব বেশি লাভ করতে গেলে লোকসান হতে পারে।

Advertisement

মিথুন– মিথুন রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে লটারির টিকিট কাটতে পারেন। আর্থিক যোগ দেখা যাচ্ছে।

কর্কট– সপ্তাহের প্রথমভাগটা কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ ভাল দেখাচ্ছে। মন চাইলে এক বার চেষ্টা করে দেখতে পারেন।

সিংহ– সিংহ রাশির জাতক-জাতিকারা সপ্তাহের শেষভাগে এক বার চেষ্টা করে দেখতে পারেন। সপ্তাহের বাকি সময়টা ভুলেও লটারির দিকে এগোবেন না।

কন্যা– মে মাসের দ্বিতীয় সপ্তাহে কন্যা রাশির ব্যক্তিদের খুব বেশি অঙ্কের লটারি কাটা উচিত হবে না। ব্যয়ের আশঙ্কা দেখা যাচ্ছে। মন চাইলে এক বার কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন।

তুলা– লটারির দিক দিয়ে এই সপ্তাহটা তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য ভাল নয়। লটারি থেকে দূরে থাকাই বুদ্ধির কাজ হবে।

বৃশ্চিক– সপ্তাহের মধ্যভাগটা বৃশ্চিক রাশির জন্য বেশ ভাল রয়েছে। লটারি কাটার ইচ্ছা থাকলে সেই সময়ই কাটুন। শেষভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।

ধনু– ধনু রাশির জন্য গোটা সপ্তাহটাই বেশ ভাল দেখা যাচ্ছে। কিন্তু শেষের দিকটা বেশি ভাল। ভাগ্য পরখ করে দেখতে চাইলে সেই সময় লটারি কাটতে পারেন।

মকর– মে মাসের দ্বিতীয় সপ্তাহে মকর রাশির ব্যক্তিরা খুব চিন্তাভাবনা করে লটারির দিকে এগোন। বিশেষ প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে না।

কুম্ভ– কুম্ভ রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহের যে কোনও সময়ে লটারি কাটতে পারেন। ভাল প্রাপ্তিযোগ রয়েছে।

মীন– মীন রাশির জাতকদের জন্য এই সপ্তাহটা আর্থিক দিক দিয়ে ভাল দেখা যাচ্ছে। ভাগ্য পরখ করে দেখতে চাইলে লটারি কাটতে পারেন।

(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার ডট কম কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement