Auspicious Days in Joishtho

জ্যৈষ্ঠে বিয়ে করা যায়? জামাইষষ্ঠী কবে পড়েছে? কী কী বিশেষ পুজো রয়েছে এই মাসে?

জ্যৈষ্ঠ হল বাংলা বছরের দ্বিতীয় মাস। এই মাসে সাধারণত বিয়ের কোনও শুভ দিন থাকে না। কিন্তু সুতহিবুক যোগে কয়েকটি নির্দিষ্ট দিনে বিয়ে করা যেতে পারে।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১৮ মে ২০২৫ ১১:৪০
Share:

—প্রতীকী ছবি।

যে চান্দ্রমাসে সাধারণত জ্যেষ্ঠা বা তৎসন্নিহিত পূর্বাপর নক্ষত্রে পূর্ণিমার অন্ত হয়, সেই মাসকে ‘চান্দ্র জ্যৈষ্ঠ’ মাস বলে। সূর্য যখন বৃষ রাশিতে অবস্থান করে, তখন এই রূপ পরিস্থিতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সূর্যের বৃষ রাশিতে স্থিতিকালকে ‘সৌর জ্যৈষ্ঠ’ বলা হয়। জ্যৈষ্ঠ হল বাংলা বছরের দ্বিতীয় মাস। এই মাসে সাধারণত বিয়ের কোনও শুভ দিন থাকে না। কিন্তু সুতহিবুক যোগে কয়েকটি নির্দিষ্ট দিনে বিয়ে করা যেতে পারে। জেনে নিন সেই দিনগুলি কী কী। জ্যৈষ্ঠে কী কী বিশেষ পুজো-অর্চনার দিন রয়েছে সেটিও এই প্রতিবেদন থেকে জেনে নিন।

Advertisement

জ্যৈষ্ঠ মাসে বিয়ের শুভ দিন:

৩ জ্যৈষ্ঠ, ১৮ মে, রবিবার—

Advertisement

বিয়ে: রাত ৮টা ৩১ মিনিটের মধ্যে, বৃশ্চিক ও ধনু লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।

৪ জ্যৈষ্ঠ, ১৯ মে, সোমবার—

বিয়ে: রাত ৭টা ৩০ মিনিট গতে, ১০টা ৭ মিনিটের মধ্যে বৃশ্চিক ও ধনু লগ্নে বিয়ে, পুনরায় রাত ১১টা ৫৫ মিনিট গতে ২টো ৫৯ মিনিটের মধ্যে কুম্ভ এবং মীন লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।

৯ জ্যৈষ্ঠ, ২৪ মে, শনিবার—

বিয়ে: রাত ৭টা ৩২ মিনিট গতে ৯টা ৪৮ মিনিটের মধ্যে বৃশ্চিক এবং ধনু লগ্নে বিয়ে, পুনরায় রাত ১১টা ৩৫ মিনিট গতে ২টো ৪০ মিনিটের মধ্যে কুম্ভ ও মীন লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।

১৮ জ্যৈষ্ঠ, ২ জুন, সোমবার—

বিয়ে: রাত ৭টা ৭ মিনিট গতে ৮টা ৩৬ মিনিটের মধ্যে ধনু লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।

২৮ জ্যৈষ্ঠ, ১২ জুন, বৃহস্পতিবার—

বিয়ে: রাত ৬টা ২৭ মিনিট গতে ৯টা ৫৭ মিনিটের মধ্যে ধনু ও মকর লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।

জ্যৈষ্ঠ মাসের পূজা-উপচার—

অপরা একাদশী ব্রত—

৮ জ্যৈষ্ঠ, ২৩ মে, শুক্রবার।

একাদশী তিথি আরম্ভ—

৭ জ্যৈষ্ঠ, ২২ মে, বৃহস্পতিবার।

সময় রাত ১টা ১৪ মিনিট।

একাদশী তিথি শেষ—

৮ জ্যৈষ্ঠ, ২৩ মে, শুক্রবার।

সময় রাত ১০টা ৩০ মিনিট।

ফলহারিণী কালীপূজা—

১১ জ্যৈষ্ঠ, ২৬ মে, সোমবার।

শ্রীশ্রী উমাচতুর্থী ব্রত—

১৫ জ্যৈষ্ঠ, ৩০ মে, শুক্রবার।

শঠ পঞ্চমী ব্রত—

১৬ জ্যৈষ্ঠ, ৩১ মে, শনিবার।

জামাইষষ্ঠী—

১৭ জ্যৈষ্ঠ, ১ জুন, রবিবার।

ষষ্ঠী তিথি আরম্ভ—

১৬ জ্যৈষ্ঠ, ৩১ মে, শনিবার।

সময়: রাত ৮টা ১৭ মিনিট।

ষষ্ঠী তিথি শেষ—

১৭ জ্যৈষ্ঠ, ১ জুন, রবিবার।

সময়: রাত ৮টা।

গঙ্গা দশহরা—

২১ জ্যৈষ্ঠ, ৫ জুন, বৃহস্পতিবার।

পাণ্ডব ও নির্জলা একাদশীর উপবাস—

২২ জ্যৈষ্ঠ, ৬ জুন, শুক্রবার।

একাদশী তিথি আরম্ভ—

২১ জ্যৈষ্ঠ, ৫ জুন, বৃহস্পতিবার।

সময়: রাত ২টো ১৮ মিনিট।

একাদশী তিথি শেষ—

২২ জ্যৈষ্ঠ, ৬ জুন, শুক্রবার।

সময়: ভোর ৪টে ৪৯ মিনিট।

পূর্ণিমা এবং শ্রীশ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা—

২৭ জ্যৈষ্ঠ, ১১ জুন, বুধবার।

পূর্ণিমা তিথি আরম্ভ—

২৬ জ্যৈষ্ঠ, ১০ জুন, মঙ্গলবার।

সময়: সকাল ১১টা ৩৭ মিনিট।

পূর্ণিমা তিথি শেষ—

২৭ জ্যৈষ্ঠ, ১১ জুন, বুধবার।

সময়: দুপুর ১টা ১৪ মিনিট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement