—প্রতীকী ছবি।
রাহু-কেতুর নাম শুনলেই মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়। আতঙ্কিত হওয়ার মতো কারণও আছে। রাহু অশুভ গ্রহ, রাহুর অবস্থান এবং দৃষ্টি উভয়ই অশুভ বলে ধরা হয়। জ্যোতিষশাস্ত্র মতে, রাহুর প্রভাবে ভ্রম, লোভ, কুসঙ্গ, কুকাজ, নেশা ইত্যাদি বৃদ্ধি পায়। তবে শুভ গ্রহের সঙ্গে সহ-অবস্থানের ফলে রাহু কখনও কখনও শুভ ফল দান করে।
১৮ মে, ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে রাশি পরিবর্তন করে রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে গমন করেছে। আগামী ৪ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত রাহু ও কেতু একই ক্ষেত্রে অবস্থান করবে। কম-বেশি দেড় বছর রাহু-কেতু এই অবস্থানেই থাকবে এবং অবস্থান অনুযায়ী ফল দান করবে।
এ বার জেনে নেব, রাহু-কেতুর রাশি পরিবর্তনের ফলে কোন কোন রাশি কোন বিষয়ে শুভ এবং কোন বিষয়ে অশুভ ফল পাবেন।
কোনও গ্রহের ফল দান নির্ভর করে সেই গ্রহের অবস্থান এবং কার সঙ্গে দৃষ্টি সম্পর্কে রয়েছে, এই দু’টি জিনিসের উপর। অর্থাৎ, নির্দিষ্ট গ্রহটি যে রাশিতে অবস্থান করবে, সেই রাশি তার দ্বারা নানা ভাবে প্রভাবিত হবে। তেমনই গ্রহটির দৃষ্টি যে সকল রাশির উপর পড়বে, তারাও সেই গ্রহের দ্বারা প্রভাবিত হবে। জ্যোতিষশাস্ত্র মতে, রাহু নিজের অবস্থান ছাড়াও পঞ্চম এবং নবম স্থানকে প্রভাবিত করে। সেই হিসাবে, রাহু রাশি পরিবর্তন করে মীন রাশিতে অবস্থান করছে ও কুম্ভ, মিথুন এবং তুলা রাশির সঙ্গে দৃষ্টি সম্পর্কে রয়েছে।
অন্য দিকে, বৃহস্পতি রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে অবস্থান করছে। এর ফলে মিথুন, তুলা এবং কুম্ভ রাশিকে বৃহস্পতি বিশেষ ভাবে প্রভাবিত করছে। এই কারণে মিথুন, তুলা এবং কুম্ভ রাশি রাহুর কুপ্রভাব থেকে কিছুটা রেহাই পাবে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টির কারণে, আগামী ১ জুন ২০২৬ পর্যন্ত কম-বেশি এক বছর রাহুর অশুভ প্রভাবের সিংহ ভাগও এই তিন রাশির উপর পড়বে না। কিন্তু বৃহস্পতির অবস্থানের কারণে তাঁদের যতটা পরিমাণ শুভ ফল পাওয়ার কথা, সেটাও পাওয়া যাবে না। সমস্ত রাশিই দেবগুরু বৃহস্পতির কৃপায় রাহুর অশুভ ফল কম পাবেন।