Negative Aspect of Gifting Shoe

কাছের মানুষকে দামি জুতো উপহার দেবেন ভাবছেন? এতে সম্পর্ক নষ্ট হতে পারে জানেন কি?

শাস্ত্রমতে, জুতো কখনওই কাউকে উপহার হিসাবে দেওয়া উচিত নয়। এর ফলে সম্পর্কে নানা দিক থেকে সমস্যা আসতে পারে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২০ মে ২০২৫ ১১:৩৩
Share:

—প্রতীকী ছবি।

বন্ধুত্বের সম্পর্ক হোক বা প্রেমের, কিংবা মা-বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক, যে কোনও সম্পর্কেই উপহার দেওয়া-নেওয়ার একটা ব্যাপার রয়েছে। উপহার বিনিময় সম্পর্ককে আরও মধুর করে তোলে। আর যে কোনও বয়সের মানুষই উপহার পেতে খুব পছন্দ করেন। কিন্তু কিছু সামগ্রী রয়েছে যা কখনও কাউকে উপহার হিসাবে দিতে নেই। এর ফলে সম্পর্কে ছেদ আসতে পারে। কোনও ভাল সম্পর্ক সেই একটা ছোট্ট কারণের জন্য নষ্টও হয়ে যেতে পারে। আমরা নিজের অজান্তেই সেই সমস্ত ভুল কখনও কখনও করে ফেলি। কিন্তু জ্যোতিষশাস্ত্র এই সকল বিষয়ে আমাদের সাহায্য করতে পারে।

Advertisement

উপহার হিসাবে দেওয়া যাবে না-র তালিকায় প্রথমেই রয়েছে জুতো। জুতো আমাদের নিত্যপ্রয়োজনীয় জিনিস। তাই অনেকেই প্রিয় মানুষকে জুতো উপহার দিয়ে থাকেন। কিন্তু এই কাজটি করা ঠিক নয়। শাস্ত্রমতে, জুতো কখনওই কাউকে উপহার হিসাবে দেওয়া উচিত নয়। এর ফলে সম্পর্কে নানা দিক থেকে সমস্যা আসতে পারে। জেনে নিন এর নেপথ্যে থাকা কারণ।

জুতো কেন উপহার হিসাবে দেওয়া যাবে না?

Advertisement

১. কথিত রয়েছে, জুতো পরে মানুষ হাঁটেন বলে কাউকে কখনও জুতো উপহার দিতে নেই। এর ফলে মানুষটি আপনার থেকে দূরে চলে যেতে পারেন বলে মনে করা হয়।

২. জুতোর সঙ্গে একটা নেগেটিভ শক্তির সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়। ফলত এটিকে একটি উপহারের সামগ্রী হিসাবে বেছে নেওয়া ঠিক নয়।

৩. জুতো পায়ে থাকার বস্তু, সেই অর্থে উপহারের সামগ্রী হিসাবে এটি ঠিক নয়। কথিত আছে, জুতো উপহার দেওয়ার অর্থ হল কাউকে দুর্ভাগ্য উপহার দেওয়া।

তা-ও যদি আপনি কোনও কাছের মানুষকে জুতো উপহার হিসাবে দেবেন বলে মনে করে থাকেন তা হলে সেটি দেওয়ার সঙ্গে সঙ্গে সেই মানুষটির থেকে কিছু অর্থ নিয়ে নেবেন। এতে সম্পর্কে মধুরতা বজায় থাকবে বলে বিশ্বাস করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement