Significance of Jay Mangalvar Vrat

জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার জয়মঙ্গলবার ব্রত পালন করা হয় কেন? এই ব্রতের নিয়মগুলিই বা কী?

বিবাহিত বা কুমারী, যে কোনও মহিলা এই ব্রত পালন করতে পারেন। জয়মঙ্গলবার ব্রত যে জ্যৈষ্ঠের প্রত্যেক মঙ্গলবারই করতে হবে তেমন নয়। জ্যৈষ্ঠ মাসের যে কোনও দুটো মঙ্গলবার এই ব্রত পালন করলেও চলবে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২১ মে ২০২৫ ১২:২৭
Share:

—প্রতীকী ছবি।

জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন থেকে শেষ দিন, অর্থাৎ সংক্রান্তি পর্যন্ত প্রত্যকেটি মঙ্গলবার উপোস রেখে জয়মঙ্গলবারের ব্রত পালন করা হয়। কিন্তু আজকালকার দিনে শহুরে মানুষদের মধ্যে এই ব্রত পালনের চল খুব একটা নেই বললেই চলে। গ্রামের দিকে এই ব্রতের রেওয়াজ এখনও বেশ ভালই রয়েছে। সাধারণত মহিলারাই এই ব্রত পালন করে থাকেন। বিবাহিত বা কুমারী, যে কোনও মহিলা এই ব্রত পালন করতে পারেন।

Advertisement

ব্রত পালনের নিয়ম:

মঙ্গলবার সকাল থেকে উপবাস রেখে এই পুজো করতে হয়। কাঁঠাল পাতায় ১৭টা দুর্বা, যব, ধান এবং তুলসী পাতা দিয়ে একটা পানের মতো খিলি তৈরি করতে হবে। তার পর পাঁচটা ফল, মিষ্টি, ফুল বেলপাতা সহযোগে পুজোর ডালি সাজাতে হবে। এই পুজোয় অবশ্যই জবা ফুল নিবেদন করতে হবে। এই সব উপকরণ নিয়ে মন্দিরে গিয়ে মা কালির কাছে পুজো দিতে হয়। এই দিন মাকে চণ্ডী রূপে পুজো করা হয়। যে হেতু চণ্ডী দেবীদুর্গার আর এক রূপ, তাই শক্তিমন্ত্র পাঠ করে মায়ের পুজো করা হয়। পুজো শেষে খিলিটা একটা কাঁঠালি কলার মধ্যে দিয়ে গিলে খেতে হয়। তার পর দুপুরে দই-চিড়ে ও ফল খেতে হয়। মন চাইলে রাতেও ফলাহার করতে পারেন, লুচিও খেতে পারেন। চালের তৈরি জিনিস খাওয়া উচিত হবে না।

Advertisement

এই ব্রত পালন করার ফলাফল:

এই ব্রত পালন করলে সংসারের মঙ্গল হয়। জীবনের সকল বাধা কেটে গিয়ে সুখের সময় শুরু হয়। এই ব্রত পালন করলে যে কোনও বিপদ কেটে যায়। সংসারের মঙ্গল কামনায় অনেকেই এই ব্রত পালন করে থাকেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement